আজকাল ওয়েবডেস্ক:‌ আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে। ফলে দুই ম্যাচ খেলে এখন তিন পয়েন্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে দক্ষিণ আফ্রিকা।


সর্বশেষ খবর অনুযায়ী, বৃষ্টি থামলে ২০ ওভারের ম্যাচ হতে পারে দু’‌দলের। এরকম শোনা গিয়েছিল। কিন্তু বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হল।


প্রসঙ্গত, এই দুই দলই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। আর আফগানদের হারিয়েছে প্রোটিয়ারা। তাই এই দুই দলের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াইয়ের জন্য। কিন্তু বৃষ্টির জন্য খেলাই আর হল না।


দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর অস্ট্রেলিয়া অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে। তাই এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কিছুটা সুবিধা হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারই। কারণ আফগানদের হারালে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে পাঁচ। ইংল্যান্ড বাকি দুই ম্যাচ জিতলেও চারের বেশি যাবে না। আফগানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 
যা পরিস্থিতি এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা অস্ট্রেলিয়ার। আর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে কারা যাবে সেটা ঠিক হবে আগামী ম্যাচের ভিত্তিতে। 

এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য পিসিবিকেই দায়ী করেছেন। তাঁর দাবি, ম্যাচ ঠিকভাবে ঢাকা না থাকাতেই খেলা শুরু করা গেল না।