আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার প্রশ্নেই ভারত খেলতে যায়নি পাকিস্তানে। সেই নিরাপত্তা ইস্যুই এবার বড় করে দেখা দিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত ছাড়া সব দেশই খেলতে গেছে পাকিস্তানে। গ্রুপের খেলা চলছে। এর মধ্যেই এল জঙ্গি হুমকি। পাক গোয়েন্দা দপ্তরের তরফে সতর্ক করা হয়েছে, যে কোনও সময় জঙ্গি হামলা হতে পারে পাকিস্তানে। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হতে পারে বিদেশিদের। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে বিদেশ থেকে অনেকেই এখন ঘাঁটি গেড়েছেন পাকিস্তানে।
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বিদেশি নাগরিকদের অপহরণ করার পরিকল্পনা ফেঁদেছে।
গোয়েন্দা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আরব ও চীনের নাগরিকরাও জঙ্গিদের প্রধান টার্গেট। সূত্রের খবর, পোর্ট, বিমানবন্দর, অফিস কিংবা বাড়ি থেকে অপহৃত করা হতে পারে নাগরিকদের।
এই খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিটি দল, ক্রিকেটার থেকে শুরু করে হোটেলগুলিতে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা ভারত–পাক মহারণের পরেই এই খবর প্রকাশ্যে এসেছে।
পিসিবিও বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। ইতিমধ্যেই যাবতীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে টুর্নামেন্ট সুষ্ঠভাবে আয়োজন নিয়ে। এর আগে ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হানা হয়েছিল। সেই দিন আবার ফিরে আসে কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে।
পাক গোয়েন্দা দপ্তর বলছে, একাধিক জঙ্গি সংগঠন একসঙ্গে কোমড় বেঁধে নেমেছে। বিদেশি নাগরিকদের অপহরণ করার বিষয়ে। আর সেটা এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই। যা নিয়ে তোলপাড় পাকিস্তান।
