আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বেড়েই চলেছে অস্ট্রেলিয়ার। চোটের জন্য একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছেন। কামিন্স, হ্যাজলেউড, মার্শ ছিটকে গিয়েছেন আগেই। অবসর নিয়ে ফেলেছেন স্টোইনিস। এবার বোলিং অ্যাকশন প্রশ্নের মুখে ম্যাথু কুনেম্যানের। শ্রীলঙ্কা সিরিজে এই বাঁহাতি স্পিনার ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন। 


যদিও কুনেম্যান অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। কিন্তু যেভাবে চোটের জন্য একের পর এক অজি ক্রিকেটার ছিটকে গিয়েছেন, তাতে কুনেম্যানকে ডাকা হতেই পারে চূড়ান্ত দলে। 


যা শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা সিরিজের পরেই কুনেম্যানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভবত ব্রিসবেনে আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষার মুখে বসতে হবে কুনেম্যানকে। যদি তিনি পরীক্ষায় পাস করতে না পারেন তাহলে নির্বাসিত করা হবে তাঁকে। আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির নিয়ম না মানা অবধি তিনি থাকবেন নির্বাসিত।


তবে ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে সমস্যা নেই কুনেম্যানের। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, ‘‌গল টেস্টে কুনেম্যানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৭ সালে অভিষেকের পর এখনও অবধি ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছে কুনেম্যান। দেশের হয়ে পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে ম্যাচও খেলেছে। আট বছরে এই প্রথম কুনেম্যানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। এই বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসতে কোনও সমস্যা নেই কুনেম্যানের।’‌