আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে। মেজাজ হারিয়ে খুশদিল শাহ প্রায় মারতে গেলেন দর্শককে। তাঁকে কোনওরকমে নিবৃত্ত করেন নিরাপত্তারক্ষীরা।
সেই ম্যাচেই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বোলার বল করতে উদ্যত। ব্যাটসম্যানও তৈরি। এমন সময়ে অন্ধকার নেমে এল স্টেডিয়ামে। বিদ্যুৎ বিভ্রাটে মাঠে তখন অন্ধকার। বল চলে গেল বাউন্ডারির বাইরে।
পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের ঘটনা। পাকিস্তানের তাহির তখন ক্রিজে। বোলার ছিলেন ডাফি। তিনি য়েই মুহূর্তে বল করেন, তখনই মাঠে নেমে আসে অন্ধকার। তাঁর হাতের ছোড়া বল বাউন্ডারির বাইরে চলে যায়।
বিদ্যুৎ বিভ্রাটে আগেও অন্ধকার নেমেছে মাঠে। কিন্তু বোলারের হাত থেকে বেরিয়ে যাওয়া বল বাউন্ডারি লাইন অতিক্রম করেছে, এমন ঘটনা আগে ঘটেনি।
ম্যাচটা অবশ্য হারে পাকিস্তান। নিউজিল্যান্ড অবশ্য ওয়ানডে সিরিজে হার মানে ৩-০-এ।
