আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই একাধিক তারকা। এই তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল মার্শ। টুর্নামেন্ট শুরুর ঠিক প্রাক্কালে ব্যক্তিগত সমস্যার জন্য নাম প্রত্যাহার করেন মিচেল স্টার্ক। একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মার্কাস স্টোইনিস। সুতরাং, প্রথম দলের একাধিক তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার গোদের ওপর বিষফোঁড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আবার চোটের কালো ছায়া অস্ট্রেলিয়া শিবিরে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যাডাম জাম্পা। বর্তমানে মাঠের বাইরেই আছেন। মাঠ ছাড়ার আগে ৩ ওভার বল করে ১২ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। হালকা চোট লেগেছে তাঁর। পরে অবশ্য আবার মাঠে ফিরে ২ ওভার বল করেন। তাঁর চোট চিন্তায় ফেলেছিল অজি শিবিরকে।
৩৪ ওভারের শেষ ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান আফগানিস্তানের। ৬৪ বলে অর্ধশতরান করে আফগানদের ম্যাচে ফেরান সেদিকুল্লাহ অটল। লাহোরে ডু অর ডাই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তিন উইকেট হারানোর পর তাঁর ব্যাটে ভর করে লড়াইয়ে ফেরে আফগানিস্তান। স্পেন্সর জনসন প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন অটল এবং জাদরান জুটি। গ্লেন ম্যাক্সওয়েল রহমত শাহকে দ্রুত ফিরিয়ে দেওয়ায়, পরের উইকেটে বেশি রান যোগ হয়নি। হাসমালুল্লাহ শাহিদি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৯৫ বলে ৮৫ রান করে আউট হন সেদিকুল্লাহ অটল। বর্তমানে উইকেটে আছেন শাহিদি এবং ওমারজাই।
