আজকাল ওয়েবডেস্ক:  উত্তপ্ত মেলবোর্ন টেস্ট। বৃহস্পতিবার খেলার দশম ওভারের পর অভিষেককারী অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠেছে বিরাট কোহলির বিরুদ্ধে। 


এই ‘‌অপরাধ’‌ এর জন্য বিরাটের ম্যাচ ফি’‌র ২০ শতাংশ জরিমানা করা হল। 

এই জরিমানার পরেও মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট থেকে কত টাকা আয় করবেন বিরাট কোহলি? 

একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেটাররা ১৫ লক্ষ টাকা পান। জরিমানা হওয়ায় তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হবে। অর্থাৎ ৩ লক্ষ টাকা কাটা হবে। জরিমানার অর্থ কাটার পরেও বিরাট মেলবোর্ন টেস্ট থেকে পাবেন ১২ লক্ষ টাকা। 

যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার বছরে ৭৫ শতাংশের বেশি টেস্ট ম্যাচ খেললে সংশ্লিষ্ট খেলোয়াড় অতিরিক্ত ৩০ লক্ষ টাকা ম্যাচ ফি পাবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারের ম্যাচ ফি হবে ৪৫ লাখ টাকা। 

তবে চলতি বছর টেস্টে বিরাট কোহলির অংশগ্রহণ ৭৫ শতাংশের কম। তাই অতিরিক্ত ৩০ লক্ষ ম্যাচ ফি পাবেন না কোহলি। 

এদিন মেলবোর্নের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ১০ ওভারের পর থেকেই।  মহম্মদ সিরাজ ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাস। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন।