আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত হতাশাজনক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ করল পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হার মেনে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান।

বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এক পয়েন্ট করে পায় দুই দল। বাংলাদেশ ও পাকিস্তান এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে। পাকিস্তানের আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে বাংলাদেশ। 

আটটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়। সপ্তম ও অষ্টম স্থান পাওয়া দলের প্রাইজ মানি ১ লক্ষ ৪০ হাজার ডলার। সেই সঙ্গে বেস পরিমাণ হিসেবে পাবে ১ লক্ষ ২৫ হাজার ডলার। অর্থাৎ পাকিস্তান পাবে ২ লক্ষ ৬৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৩ কোটি টাকা। 

 

?ref_src=twsrc%5Etfw">February 27, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার। রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে অশান্ত পাকিস্তান ক্রিকেট। দেশের প্রাক্তন ক্রিকেটাররা তোপ দাগছেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের। 

ঘরের মাঠে টুর্নামেন্ট হচ্ছে অথচ আয়োজক দেশই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুটো ম্যাচ খেলে এবার দর্শকের ভূমিকায় দেখা যাবে পাকিস্তানকে।