আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শেষ চারের জায়গা পাকা হয়েই গেছে। কিন্তু সত্যিই কী বিরাট, রোহিতরা চলে গিয়েছেন সেমিফাইনালে?‌ একটা যদি কিন্তু রয়েই গেছে। দুই ম্যাচে ভারতের এখন চার পয়েন্ট। বাকি থাকছে নিউজিল্যান্ড ম্যাচ। গ্রুপের অন্য দল পাকিস্তান দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। সোমবার খেলছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এই ম্যাচ যদি বাংলাদেশ জেতে ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে শান্তদের পয়েন্ট হবে চার। আর কিউয়িদের কাছে ভারত হারলে এই তিন দলেরই হবে তিন ম্যাচে চার পয়েন্ট। 


এই মুহূর্তে ভারত পয়েন্ট তালিকায় সবার উপরে। দুইয়ে নিউজিল্যান্ড থাকলেও রান রেট কেন উইলিয়ামসনদের বেশি। তাই পরিস্থিতি এরকম হলে কিন্তু রানরেটের প্রশ্ন চলে আসবে। তবে সেই পরিস্থিতির সম্ভাবনা প্রায় খুবই কম। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায়।


আর আজ যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে ভারতের সঙ্গে নিউজিল্যান্ড চলে যাবে শেষ চারে। তখন এই দুই দলের গ্রুপের শেষ ম্যাচ হবে শীর্ষে থাকার। আর পাক বনাম বাংলাদেশ ম্যাচ হবে নেহাতই নিয়মরক্ষার।