আজকাল ওয়েবডেস্ক: বয়স  ৩৩। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন ৭ বছর। কেরিয়ার যখন ফুলে ফেঁপে উঠছে, তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেনরিক ক্লাসেন। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,সুযোগ থাকলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ তিনি তুলে দিতেন। চার বছর অন্ত অন্তর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। 


ক্লাসেন বলছেন, ''সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে বাদ দিতাম। যে দলগুলো টেস্ট ম্যাচ সেভাবে খেলে না,তাদের জন্য এই সংস্করণে ম্যাচ বাড়িয়ে দিতাম। আরও বেশি টি–টোয়েন্টি খেলতে দিতাম। মানুষ টি-টোয়েন্টি দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপের আগে শুধু একমাস সময় দিয়ে প্রতিটি দলের জন্য পাঁচ ম্যাচ রাখলেই চলবে। ওই ফরম্যাটে অভ্যস্থ হয়ে যাবে।'' 

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে  ক্লাসেনের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০টি ওয়ানডে, ৫৮টি টি–টোয়েন্টি আর ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০২৩ ওয়ানডে, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর  চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে না ঝোঁকেন অন্য ক্রিকেটাররা।