আজকাল ওয়েবডেস্ক:‌ দুবাইয়ে ভারত–পাক মহারণ। জয়ী ভারত। বিরাটের অনবদ্য শতরানে এসেছে জয়। তবে জয় পরাজয়, বিরাটের শতরানকে ছাপিয়ে উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার হাতের ঘড়ি। যে ঘড়ি পড়ে হার্দিক রবিবার মাঠে নেমেছিলেন, জানা গেছে সেটির দাম ৭ কোটি টাকা!‌ 


ম্যাচে ৮ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হার্দিক। তবে চর্চায় তাঁর ঘড়ি। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। এটা ঘটনা, ঘড়ির প্রতি হার্দিকের বরাবরই একটা আনুগত্য রয়েছে। রবিবার পাক ম্যাচে হার্দিক পড়েছিলেন Richard Mille RM 27-02 মডেলের ঘড়ি। যেটির দাম ভারতীয় টাকায় প্রায় সাত কোটি টাকা।


এই মডেলের ঘড়িটি পড়তেন রাফায়েল নাদাল। স্প্যানিশ টেনিস তারকার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই মডেলের ঘড়িটি। সেই ঘড়িই এবার পড়তে দেখা গেল হার্দিককে।
সূত্রের খবর, বিশ্বের ৫০ জন ব্যক্তির কাছেই রয়েছে এই দুর্মূল্য ঘড়ি।


এদিকে রবিবারের ম্যাচে একদিনের আন্তর্জাতিকে ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন হার্দিক। খেলেছেন ২১৬ ম্যাচ। সেরা বোলিং ৫/‌২৮।