আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে জয়জয়কার ভারতীয় ক্রিকেটারদের। সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি ব়্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন হার্দিক পাণ্ডিয়া। সদ্য শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট এবং বল হাতে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক। দীর্ঘদিন পর আবার ফিরলেন এক নম্বরে। ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন তিলক বর্মা। তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে জোড়া শতরান করেন তরুণ বাঁ হাতি। সিরিজে মোট ২৮০ রান করেন। সিরিজ সেরা হন। এবার তার পুরস্কার পেলেন। ৬৯ ধাপ ওপরে উঠে আসেন তিলক। বিশাল লাফে একেবারে তিন নম্বরে চলে এলেন। পেছনে ফেলেন দেন সূর্যকুমার যাদবকে। ভারতের টি-২০ অধিনায়ক চার নম্বরে রয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষস্থান তিলকেব় দখলে।
ব়্যাঙ্কিংয়ে ওপরে ওঠেন সঞ্জু স্যামসনও। দক্ষিণ আফ্রিকা সিরিজে জোড়া শতরান করেন ভারতীয় ওপেনার। তালিকায় ২২ নম্বরে উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবসও ব়্যাঙ্কিংয়ে অপরের দিকে ওঠেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় নয় নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিং। এটাই বাঁ হাতি পেসারের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। ক্রমতালিকায় এগোন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভাল জায়গায় রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। টি-২০ তে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ নম্বরে উঠে আসেন কুশল মেন্ডিস। একদিনের ক্রিকেটে বোলারদের ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মহেশ থিকসানা। একদিনের ব়্যাঙ্কিংয়ে কয়েক ধাপ ওপরে ওঠেন কুশল মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্দো।
