আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে হরভজন সিং খেলেছেন ভারতের জার্সিতে। চেন্নাই সুপার কিংসে খেলার সময়ে ভাজ্জির ক্যাপ্টেন ছিলেন মাহি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন।
সেই পাঞ্জাবতনয় বলছেন, ধোনির সঙ্গে তিনি কথা বলেন না। এক সংবাদমাধ্যমকে হরভজন বলেছেন, ''ওর বিরুদ্ধে আমি নই। আমি ধোনির সঙ্গে কথা বলি না। ওর কিছু বলার থাকলে বলতে পারে। ওর যদি বলার কিছু থাকত, তাহলে এতদিনে বলতেই পারত।''
১০৩টি টেস্টে ৪১৭টি উইকেটের মালিক হরভজন। ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশদে কিছু বলতে চাননি ভাজ্জি। হরভজন জানান, আইপিএল খেলার সময়ে ধোনির সঙ্গে তাঁর কথা হয়েছে। তার পরে দু'জনের মধ্যে আর কোনও কথা হয়নি।
ভাজ্জি বলেন, ''সিএসকে-র হয়ে খেলার সময়ে আমাদের মধ্যে কথা হত। দশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে আমাদের মধ্যে আর কথা হয় না। কেন কথা বন্ধ তার কারণ ধোনিই বলতে পারবে। আমার বলার কিছু নেই। সিএসকে-র হয়ে যখন আমরা খেলতাম, তখন কথা হত। খেলার মাঠেই তা সীমাবদ্ধ ছিল। তার পরে ও আমার ঘরে আসত না। আমিও ওর ঘরে যেতাম না।''
দেশের প্রাক্তন স্পিনার জানিয়েছেন, ধোনি তাঁর ফোন ধরেন না। ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ''যারা আমার ফোন ধরে, আমি তাদেরই ফোন করি। আমার সময় বেশি নেই। যারা আমার বন্ধু তাদের সঙ্গেই আমার সম্পর্ক রয়েছে। সম্পর্কটা দেওয়া নেওয়ার। আমি তোমাকে শ্রদ্ধা করলে, তোমারও আমাকে শ্রদ্ধা করা উচিত।''
ধোনি, হরভজন, গৌতম গম্ভীর, যুবরাজ সিং-সহ বাকিরা মিলে ২০১১ সালে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। কিন্তু ধোনির প্রতি অভিমান যায়নি ভাজ্জিদের। খেলা ছেড়ে দেওয়ার পরে সবাই অভিযোগ করছেন ভুবনজয়ী অধিনায়কের বিরুদ্ধে।
