আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচে 'হ্যান্ডশেক কাণ্ড' নিয়ে তোলপাড় বিশ্ব ক্রিকেট। রবিবার রাতের মহারণে দুই দেশের ক্রিকেটাররা নিজেদের মধ্যে করমর্দন করেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। সেই নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অনেক দূর জল গড়িয়েছে। শোনা যাচ্ছিল, এমন বিরূপ পরিস্থিতিতে এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পাকিস্তানের নাম প্রত্যাহার করার সম্ভাবনা নেই। পিসিবির এক সূত্র বলেন, 'পিসিবির এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা কম। সেটা করলে, জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পিসিবিকে বড় জরিমানা করতে পারে। সেটা আমাদের বোর্ড হতে দিতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বোর্ডের আর্থিক অবস্থা তেমন ভাল না।'
ভারত-পাকিস্তান ম্যাচের পর পিসিবির সভাপতি এবং বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'আমার দেশের সম্মানের থেকে বেশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নয়।' আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের নামে অভিযোগ জানায় পিসিবি। টসের পর দুই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সলমন আঘার মধ্যে নিয়মমাফিক করমর্দন হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠিতে বলা হয়, 'আইসিসির নিয়োগ করা নিরপেক্ষ ম্যাচ কমিশনার এই আচরণের সমর্থন করেছে। যা ক্রিকেটের নিয়মের বিরুদ্ধে। ম্যাচ রেফারি নিজের দায়িত্ব পালন করতে পারেনি। দুই অধিনায়ক এবং দুই দেশের মধ্যে সম্মান বজায় রাখতে পারেনি। দুই অধিনায়ককে করমর্দন করতে বাধ্য করা উচিত ছিল। এমনকী ম্যাচ রেফারির সিদ্ধান্ত পুরোপুরি বিপরীত ছিল। ম্যাচ অফিসিয়ালদের আইসিসি কোড অফ কন্ডাক্টের দ্বিতীয় ধারা ভঙ্গ করেছে ম্যাচ কমিশনার। ম্যাচের স্পিরিট বজায় রাখা উচিত ছিল। ম্যাচের ওজন, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে, এই আচরণ খেলাকে অসম্মান করেছে।' পিসিবির এই দাবি খারিজ করে দিয়েছে আইসিসি। মঙ্গলবার আইসিসি অ্যাকাডেমিতে ভারত এবং পাকিস্তানের ট্রেনিং করার কথা। সময় আলাদা হলেও, পরের ম্যাচের জন্য একই ভেন্যুতে প্রস্তুতি নেবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সন্ধে ৬টা থেকে রান ৯টা পর্যন্ত ভারতের ট্রেনিং। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্র্যাকটিস করবে পাকিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের। জিতলে রবিবার সুপার ফোরে আবার ভারতের মুখোমুখি। প্রসঙ্গত, এশিয়া কাপের প্রথম সাক্ষাতে পাকিস্তানকে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। কোনও বিভাগেই সূর্যকুমার যাদবদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি সলমন আঘার দল।
