আজকাল ওয়েবডস্ক:‌ গুজরাট টাইটান্সের সহকারী ও ব্যাটিং কোচের পদে নিযুক্ত হলেন পার্থিব প্যাটেল। আইপিএল মেগা নিলামের দিন দশেক আগেই এই ঘোষণা করল গুজরাট ফ্রাঞ্চাইজি।


এক বিবৃতিতে গুজরাট জানিয়েছে, ‘‌দীর্ঘ ১৭ বছরের কেরিয়ার। দেশের প্রাক্তন উইকেটকিপার–ব্যাটার পার্থিব প্যাটেল দলকে তাঁর অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করবেন।’‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌টাইটানরা আইপিএল নিলামের প্রস্তুতি নিচ্ছে। পার্থিব ব্যাটারদের টেকনিকে গলদ থাকলে তা শুধরে দিতে পারবে। দলের পরিকল্পনা তৈরিতে পার্থিবের ভূমিকা থাকবে। দলের তরুণ ক্রিকেটাররা পার্থিবের পরামর্শে লাভবান হবে।’‌


আইপিএলে দীর্ঘদিন খেলেছেন পার্থিব। প্রথম খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে। আর শেষবার ২০১৯ সালে তিনি খেলেন আরসিবির হয়ে। তারপর আর আইপিএলে দেখা যায়নি এই ক্রিকেটারকে। পার্থিব এই দুই দল ছাড়াও খেলেছেন ডেকান চার্জার্স, কোচি টাস্কার্স কেরালা, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সে। ১৩৯ আইপিএল ম্যাচে রান করেছেন ২,৮৪৮। রয়েছে ১৩ অর্ধশতরান।


এদিকে, টাইটান্স রিটেন করেছে রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে। নিলামে গুজরাটের হাতে রয়েছে ৬৯ কোটি টাকা। একটা রাইট টু ম্যাচ কার্ড তারা ব্যবহার করতে পারবে। সূত্রের খবর, সামি বা মিলারের এক জনকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে তুলে নিতে পারে গুজরাট। প্রসঙ্গত, ২৪ ও ২৫ নভেম্বর নিলামের আসর বসবে জেড্ডায়।