আজকাল ওয়েবডেস্ক: সারা দিন বৃষ্টি হয়নি কানপুরে। তবুও রবিবার এক বলও খেলা হয়নি। ম্যাচ শুরুই করা যায়নি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাও হয়েছে পরিত্যক্ত। তৃতীয় দিনেও একই ছবি। দু'দলের ক্রিকেটাররাও মাঠে আসেননি। বৃষ্টি থেমে গেলেও খেলা শুরু করতে না পারার জন্য ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে কানপুর। 

আগামী দিনে আন্তর্জাতিক ম্যাচ নাও পেতে পারে গ্রিন পার্ক স্টেডিয়াম। বোর্ডের তরফে একটি সূত্র সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছে, ভবিষ্যতে কানপুরে ম্যাচ না দিয়ে লখনউয়ের একানা স্টেডিয়ামকে দায়িত্ব দেওয়া হতে পারে। আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ টেস্ট আয়োজন করতে সমর্থ। ফলে ভবিষ্যতে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের বল নাও গড়াতে পারে। 

কানপুর টেস্টের প্রথম তিন দিনে খেলা হয় মাত্র ৩৫ ওভার। প্রথম দিনেই হয়েছে ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিন খেলাই হয়নি। তৃতীয় দিন সকাল থেকে মোট তিনবার মাঠ পর্যবেক্ষণ করা হয়। কিন্তু কেন শুরু করা গেল না খেলা? তার যথাযথ কোনও উত্তর পাওয়া যায়নি। 

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর শিব কুমার সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, ''মাঠ পর্যবেক্ষণের জন্য তিনটি ভিন্ন সময় দেওয়া হয় আমাদের। কিন্তু সমস্যা ঠিক কোথায়, তা বলা হয়নি। মাঠের কোন জায়গা ভেজা রয়েছে বা অন্য কোনও সমস্যা আছে কিনা তাও জানানো হয়নি।'' 

চতুর্থ দিন অবশ্য খেলা হচ্ছে। বাংলাদেশের ব্যাটার মোমিনুল হক সেঞ্চুরি করেন। বাংলাদেশের প্রথম ইনিংস ২৩৩ রানে শেষ হয়ে যাওয়ার পরে ভারতও  দ্রুতলয়ে ব্যাটিং শুরু করেছে।