আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু স্ট্রাটেজি ইংল্যান্ডে টেস্ট সিরিজেও কাজে লাগাতে চান গৌতম গম্ভীর। দুবাইয়ে যেমন পাঁচ স্পিনার নিয়ে গিয়েছিল ভারত। তার মধ্যে চার স্পিনারকে নিয়মিত প্রথম একাদশে খেলানো হয়েছে। বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফর্ম করেছেন। রহস্য স্পিনার বিপক্ষের কাছে রহস্য হয়েই থেকে গিয়েছেন। 


জুনে শুরু হবে ভারত–ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শোনা যাচ্ছে, বরুণকে এবার টেস্ট ক্রিকেটেও দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুও গুরু গম্ভীরকে জানিয়েছেন, বরুণকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া উচিত। 


সিধুর কথায়, ‘‌রহস্য স্পিনাররা ইংল্যান্ডের বরাবরই দুর্বলতা। ইংল্যান্ডের জন্য এটা স্নায়ুর চাপ। আমি তো বলব ইংল্যান্ডে দু’‌দিক থেকে বল করুক বরুণ ও কুলদীপ। তাহলেই চাপে পড়ে যাবে ইংরেজরা।’‌ 


অশ্বিন ইতিমধ্যেই অবসর নিয়েছেন। আর তাই বরুণকে ইংল্যান্ডে সিরিজে নিয়ে যাওয়া হতেই পারে। 


পাশাপাশি গম্ভীর দেশের তরুণ প্রতিভাদেরও দেখে নিতে চাইছেন। আর তাই ভারত এ দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন। তরুণদের খেলা দেখে ভবিষ্যতের তারকা বেছে নেবেন। 


জানা গেছে অস্ট্রেলিয়া সফরের পরেই গম্ভীর তাঁর এই পরিকল্পনার কথা বোর্ডকে জানিয়েছিলেন। এতদিনে তা প্রকাশ্যে এসেছে। এর আগে কোনও ভারতীয় কোচ ‘‌এ’‌ দলের সঙ্গে সফরে যাননি। গম্ভীরই প্রথম যাবেন। ভবিষ্যতের তারকাদের চিনে নেওয়ার জন্য।