আজকাল ওয়েবডেস্ক: ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। রোহিত শর্মার এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি মনে করেন ইনিংস ডিক্লেয়ার করা ভুল সিদ্ধান্ত ভারতের।
প্রাক্তন পাক তারকা তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ প্রসঙ্গে বলেছেন, ''ভারত ইনিংস ডিক্লেয়ার করে ঠিক করেনি। কেএল রাহুলকে ফর্মে ফেরার সুযোগ দেওয়া উচিত ছিল। রাহুল যদি ৭০-৮০ রান করত, তাহলে পরবর্তীকালে লাভবান হত ভারতই। কারণ যে পজিশনে রাহুল ব্যাট করতে নামে, অস্ট্রেলিয়ায় সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।''
প্রথম ইনিংসে রাহুল ৫২ বল খেলে ১৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে রান করার সুযোগ ছিল রাহুলের সামনে। কিন্তু রোহিত শর্মা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন। সেই সময়ে রাহুল ২২ রানে ব্যাট করছিলেন।
শুধু রাহুল নয়, ঋষভ পন্থেরও প্রশংসা করেছেন বাসিত আলি। বাঁ হাতি উইকেট কিপারের ব্যাটিং প্রসঙ্গে পাক তারকা বলেছেন, ''অস্ট্রেলিয়ার পিচে কীভাবে ব্যাট করতে হয়, তা দেখিয়ে দিয়েছে পন্থ। ও যে ধরনের শট খেলেছে, তা দেখে সত্যিই ভাল লেগেছে। অনেকেই বলেছিলেন, গাড়ি দুর্ঘটনার পরে আর ক্রিকেটমাঠে ফিরতে পারবে না পন্থ। প্রচণ্ড পরিশ্রম করে প্রত্যাবর্তন ঘটিয়েছে, এর জন্য পুরো কৃতিত্বই ওর।''
