আজকাল ওয়েবডেস্ক: দ্রুতই পাকিস্তান সুপার লিগ ছাড়বেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। কোয়েটা গ্লাডিয়েটরের তারকা ইঙ্গিত দেন, আগামী বছর আইপিএলে খেলার সুযোগ তিনি পাবেন। 

পাকিস্তান সুপার লিগ ও আইপিএল একসঙ্গে চলছে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন আমির। ফলে আগামী বছর আইপিএল খেলতে বাধা নেই তাঁর। 

পিএসএল ও আইপিএল নিয়ে তাঁকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেওয়া হলে আমির স্পষ্ট বলেন, ''সত্যি কথা বলতে কী, সুযোগ পেলে আমি আইপিএলে খেলব। আমি খুল্লমখুল্লা জানাচ্ছি। কিন্তু আইপিএলে সুযোগ না পেলে আমি পিএসএলেই খেলব। আগামী বছরের মধ্যে আইপিএলে খেলার সুযোগ পেয়ে যাব বলেই আশা রাখি। সুযোগ পেলে খেলব না কেন?''

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমির। সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী বছর তাঁর জন্য নিলামে ঝাঁপাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে কোন লিগ তাঁকে খেলার প্রস্তাব দিচ্ছে, সেই দিকেই তাকিয়ে আছেন আমির।