আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে ঋষভ পন্থের দর আকাশ ছুঁতে পারে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। দিল্লি ক্যাপিটালস তাদের রিটেনশন তালিকায় রাখেনি পন্থকে। নিলামে উঠবেন তিনি। সেই মেগা নিলামে পন্থের দাম উঠতে পারে বিশাল।

সদ্য সমাপ্ত তৃতীয় টেস্টে পন্থ প্রথম ইনিংসে করেন ৬০। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৬৪। বাসিত আলি বলছেন, ''প্রথম ইনিংসে পন্থ ৬০ রান করে। দ্বিতীয় ইনিংসে ৬৪। এই বালকের উপরে কী আর বলব আমি! লোকজন হয়তো বলবে ওর দাম ২৫ কোটি। কিন্তু আমার মতে, ওর দাম ৫০ কোটি।''

মুম্বইয়ের পিচে কিউয়ি স্পিনাররা ভারতীয় ব্যাটারদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হয়। কিন্তু পন্থ ব্যাট করতে নেমে মুম্বইয়ের পিচকে ফ্ল্যাট পিচে পর্যবসিত করেন। বাসিত আলি বলছেন, ''পন্থ এই পিচে যখন ব্যাট করছিল, তখন মনে হচ্ছিল পাটা উইকেটে বুঝি ব্যাট করছে। যেখানে ইচ্ছা সেখানে বল মারছিল। শট নির্বাচনের দিক থেকেও খুব স্মার্ট পন্থ। যে শটে দুর্বলতা রয়েছে, সেই শট মারেনি।''

এদিকে দিল্লি ক্যাপিটালস তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা হয়নি পন্থের। তিনি যে দিল্লির রিটেনশন তালিকায় থাকবেন না, তা আগে থেকেই জানা ছিল। রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পরে সেই জল্পনায় শিলমোহর পড়ে।