আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। 

সেই সঙ্গে বাঙালিদেরও প্রশংসা শোনা গেল রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের গলায়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় শোয়েব আখতারকে বলতে শোনা গেল, ''সৌরভ গঙ্গোপাধ্যায় খেলোয়াড় হিসেবে এক কথায় দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে অনেক বড়। সৌরভ তো বাঙালি ছেলে। বাঙালিরা সাহসী, অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান হয়। সৌরভকেই দেখো না, দশ বছরের দল তৈরি করে দিয়েছিল।'' 

অধিনায়ক হিসেবে সৌরভ ক্রিকেটবিশ্বে সমাদৃত। তার হাত ধরেই তৈরি হয় নতুন ভারত। বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, হরভজন সিংয়ের মতো ক্রিকেটারদের উত্থান সৌরভের হাত ধরেই। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Chayan ₹astogi (@chayanrastogi)