আজকাল ওয়েবডেস্ক:চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একসময়ে অনড় অবস্থান ছিল পাকিস্তানের। কিন্তু এখন সুর নরম করেছে ইমরান খানের দেশ।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে দু'টি শর্ত দিয়েছে পিসিবি। এক, আইসিসির আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ এবং দুই ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি-র টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বরফ গলার পরে পাকিস্তানের প্রাক্তন পেসার বিস্ফোরক মন্তব্য করেছেন এক পাক সংবাদমাধ্যমের কাছে।
একসময়ে গতিদানব বলে পরিচিত ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন তেণ্ডুলকরকে আউট করা এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। আবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে এই শোয়েব আখতারকেই আপারকাটে ছক্কা মেরেছিলেন মাস্টার ব্লাস্টার।
শচীনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে একসময়ে আর বলই করতে চাননি শোয়েব। সেই শোয়েব বলেছেন, ''ভবিষ্যতে ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে আমার পরামর্শ হল, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। ওখানে গিয়ে খেলো। আমার একটাই নীতি, ভারতে যাও এবং ওখানে গিয়ে ওদের হারাও। ইন্ডিয়ায় খেলতে যাও আর ওখানে গিয়েই ওদের মেরে এসো।''
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। ভারতের ম্যাচগুলো দুবাইয়ের মাটিতে হবে। ভারত সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছলে দুবাইতেই বল গড়াবে সেই ম্যাচগুলোর। আর ভারত ছাড়পত্র জোগাড় করতে না পারলে দুটো সেমিফাইনাল ও ফাইনাল হবে পাকিস্তানের মাটিতেই।
