আজকাল ওয়েবডেস্ক: বাবর আজম সম্পর্কে কড়া মন্তব্য করলেন জাহির আব্বাস। বর্তমানে ফার্মের ধারেকাছে নেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। জাহির মনে করেন, হয় বাবরের ইগো সাংঘাতিক, নয়তো সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পান। তাঁর ব্যাটিংয়ে কিছু টেকনিকাল সমস্যা হচ্ছে। প্রাক্তন পাক অধিনায়ক মনে করেন, সেগুলো শুধরে নিতে সিনিয়রদের সাহায্য প্রয়োজন বাবরের। জাহির আব্বাস বলেন, 'আমার মনে হয়, বাবরের ইগোর সমস্যা রয়েছে। নয়তো বর্তমান পরিস্থিতি থেকে বেরোতে সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়।' 

বেশ কিছু উদাহরণ দেন তিনি। ২০১৬ সালে মহম্মদ আজহারউদ্দিনের থেকে পরামর্শ চান ইউনিস খান। ১৯৮৯-৯০ পাকিস্তান সফরের সময় জাহির আব্বাসের থেকে সাহায্য চান আজহার। বাবরের স্ট্যান্সে‌ পরিবর্তন খুঁজে পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। যার ফলে টাইমিংয়ে সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন বাবর। জাহির আব্বাস বলেন, '২০১৬ সালে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে কথা বলার পর ইংল্যান্ডে দ্বিশতরান করে ইউনিস খান। ১৯৮৯-৯০ পাকিস্তান সফরে আজহার আমার পরামর্শ চেয়েছিল। ও রান পেতে হিমশিম খাচ্ছিল। আমি ব্যাটিং গ্রিপ বদলাতে বলি। সৈয়দ আনোয়ারও সুনীল গাভাসকরের পরামর্শ নেয়।' ২০২৩ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক শতরান করেন বাবর। পাকিস্তান সুপার লিগেও এখনও পর্যন্ত ব্যর্থ। পিএসএলে পেশোয়ার জলমির সঙ্গে যুক্ত ইনজামাম উল হক। বোলারদের সঠিক সময় টার্গেট করার পরামর্শ দেন প্রাক্তন পাক তারকা।