আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার প্রশংসা করলেন শোয়েব আখতার, মহম্মদ হাফিজের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ সামির সঙ্গে নতুন বলে ওপেন করতে দেখা গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। 

ব্যাট হাতেও তিনি জ্বলে ওঠেন আসল সময়ে। পাক টিভিতে শোয়েব আখতার বলেছেন, ''হার্দিক পাণ্ডিয়া, ম্যালকম মার্শাল বা ওয়াকার ইউনিস নয়। জাভাগল শ্রীনাথ বা ব্রেট লিও নয়। ওর মানসিকতা ওকে বদলে দিয়েছে। ওর হাতে নতুন বল তুলে দাও, ও বল করে দেবে। মাঝের ওভারে ওকে বল করতে ডাকা হোক, ও বল করে দেবে। পাওয়ারফুল হিটার বলতে যা বলা হয়, ও সেরকম নয়। ওর মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার জন্য মঞ্চ সাজানো রয়েছে। বাজার ওকে বড় করে তুলে ধরেছে।'' 

শোয়েব আখতার আরও বলেন, ২০০০ সালের পাকিস্তান টিমে এমন অনেকে ছিলেন যাঁরা হার্দিক পাণ্ডিয়ার  মতো খেলতে পারতেন। ''এরকম হিটিং আমাদের দলের অনেকেই করতে পারতেন। হার্দিক পাণ্ডিয়া খুব ভাল তবে এরকম ব্যাটিং আমাদের দলের অনেকেই করতে পারতেন।'' 

শোয়েব আখতারের সঙ্গে সহমত পোষণ করেন মহম্মদ হাফিজ। তিনি জানান পাণ্ডিয়ার মতো ব্যাট করতে পারতেন আবদুল রাজ্জাক। হাফিজ বলেছেন, ''আমি শোয়েবের সঙ্গে একমত। আবদুল রাজ্জাকের পারফরম্যান্স খতিয়ে দেখো। রাজ্জাক ভাল। কিন্তু ওর মতো দক্ষতাসম্পন্ন খেলোয়াড়কে সিস্টেম সুযোগ দেয়নি। আমি যতদূর রাজ্জাককে দেখেছি, ও কিন্তু এখনকার পাণ্ডিয়ার থেকে ভাল ছিল।''