আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মহম্মদ সিরাজকে না নেওয়ায় বিতর্কের ঢেউ উঠেছে। প্রাক্তন ক্রিকেটাররা সিরাজকে দলে নেওয়ার পক্ষে রায় দিচ্ছেন। এবার দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিরাজকে রাখা উচিত ছিল। দরকার হলে রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া যেত। 
আকাশ চোপড়া বলছেন, ''আমার মতে, মহম্মদ সিরাজকে দলে নেওয়া উচিত ছিল। কাকে সরিয়ে সিরাজকে দলে রাখা যেত সে বিষয়েও আমি বলতে পারি। দলে তিন জন স্পিনার। তার মধ্যে দু'জন বাঁ হাতি স্পিনার এবং একজন অফস্পিনার। তিন জনের মধ্যে একজনকে বাদ দেওয়াই যেত। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে সিরাজকে রাখাই যেত দলে।'' 

আকাশ চোপড়া আরও বলছেন, ''সিরাজকে বেশি ব্যবহার করা হয়েছে। দলের প্রতি ওর অবদান অনেক বেশি। জাদেজার খেলার সম্ভাবনা আমি খুব কম দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে কী, ও হয়তো খেলবেও না।'' 

আকাশ চোপড়া আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় দল তাদের রণকৌশল প্রকাশ করে দিয়েছে। আকাশ চোপড়াকে বলতে শোনা গিয়েছে, ''চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারত তাদের গেমপ্ল্যান প্রকাশ করে দিল।  আকাশ চোপড়া বলছেন, ''দলে জায়গা না পাওয়ার মতো কিছু করেনি সিরাজ। আমি ডিএসপি সিরাজের ব্যাপারটা বুঝতে পারি। ওকে দলে নেওয়াই যেত। একজন কম স্পিনারকে নিয়ে যাওয়া যেত। হর্ষিত রানা পর্যন্ত ওয়ানডে  দলে ঢোকার লাইনে সিরাজের থেকে এগিয়ে। এটা খুব বিস্ময়কর।''