আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে 'মোটা' ও 'ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন' বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের জন্ম দেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। সোশ্যাল মিডিয়া উত্তাল এমন মন্তব্যের পরে। এই বিতর্কে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।

পিটিআই-কে তিনি বলেন, ''আইসিসি টুর্নামেন্টের মাঝে একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য একটা দল বা ব্যক্তিবিশেষের উপরে মানসিক প্রভাব ফেলতে পারে।'' 

এবার  তাঁকে ধুয়ে দিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর। নব্য বিতর্কিত প্রসঙ্গ নিয়ে গাভাসকরের প্রতিক্রিয়া, ''আমি সব সময়ে বলে আসছি, যদি রোগা পাতলা কাউকে পছন্দ হয়, তাহলে মডেলিং প্রতিযোগিতায় গিয়ে সমস্ত মডেলদের বেছে নেওয়া উচিত। ব্যাপারটা হল কীভাবে তুমি ক্রিকেট খেলছো। বেশ কয়েকবছর ধরে সরফরাজ খানকে অসম্মান করা হত, তার চেহারার জন্য। কিন্তু ভারতের হয়ে যদি সরফরাজ ১৫০ রান করতে পারে এবং তার পরে যদি দুটো তিনটে পঞ্চাশের বেশি রান করতে পারে, তাহলে সমস্যা কোথায়? দেহের আকৃতি কোনও সমস্যা নয়। আসল ব্যাপার হল মানসিক দৃঢ়তা। ভাল করে ব্যাট করো, দীর্ঘ সময় ধরে ব্যাটিং করো এবং রান করো। এটাই আসল।''

দুবাইয়ে মহারণ। তার আগে কিন্তু খেলার বাইরের বিষয় নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়ে গেল।