আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। সেই দলে নেই মহম্মদ সিরাজ। ভারতীয় নির্বাচকরা তিনজন সিমার ও চার স্পিনার নিয়ে দল গড়েছেন। সেই স্কোয়াড নির্বাচনে বড় সড় গলদ দেখছেন দেশের প্রাক্তন ওপেনার নভজ্যোৎ সিং সিধু।
এই ঘোষিত ভারতীয় দলে কিছু অসঙ্গতি পেয়েছেন তিনি।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে দেশের প্রাক্তন ওপেনার বলেছেন, তিনি যদি দল বাছতে বসতেন, তাহলে অতি অবশ্যই মহম্মদ সিরাজকে দলে রাখতেন।
সিধু বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দল দেখার পরে মনে হচ্ছে নির্বাচকরা অলরাউন্ডারদের উপরে জোর দিয়েছেন। স্কোয়াডে চারজন দারুণ অলরাউন্ডার রয়েছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। খারাপ পরিস্থিতিতে এই দলের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা রয়েছে। তবে আমি যদি দল বাছতাম, তাহলে চার সিমার এবং তিন স্পিনার নিয়ে এগোতাম। স্কোয়াডে অতি অবশ্যই মহম্মদ সিরাজকে রাখতাম। ওয়েস্ট ইন্ডিজে চারজন স্পিনার নিয়ে গেলেও একজনকে (যুজবেন্দ্র চাহাল) খেলানোই হয়নি। কিন্তু শারজা, দুবাইয়ের কন্ডিশনে স্পিনাররা সেভাবে কার্যকর নয়। দলে কিছু পরিবর্তন হলে ভাল হত। তবে সব মিলিয়ে এই দলে ভারসাম্য রয়েছে। ''
সিরাজ না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু যাঁকে নিয়ে এত কথা সেই সিরাজ অবশ্য এখনও মুখ খোলেননি। রোহিত বলেছেন, নতুন বলেই বেশি কার্যকর সিরাজ। বল পুরনো হতে শুরু করলে সিরাজের কার্যকারিতা কমতে শুরু করে।
