আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের জন্য পরামর্শ দিলেন প্রাক্তন উইকেট কিপার ফারুক ইঞ্জিনিয়ার। ঝুঁকিপূর্ণ শটগুলো আইপিএলে খেলুন পন্থ। টেস্টে শৃঙ্খলা পরায়ণ ব্যাটিং করুন। অনুজ উইকেট কিপারের কাছে এটাই বার্তা ইঞ্জিনিয়ারের।
ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে এমন সব শট খেলেন পন্থ যে তাঁরা হতাশ হয়ে পড়েন। ফারুক ইঞ্জিনিয়ার বলছেন, ''অবশ্যই, আইপিএলের জন্য ঝুঁকিপূর্ণ শটগুলো বাঁচিয়ে রাখো। টেস্ট ক্রিকেটে শৃঙ্খলার দরকার। তিন বা চার নম্বরে নেমে ক্রিকেটীয় শট খেলার দরকার। বড় রান করা দরকার, ইনিংস গঠন দরকার। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছে ঋষভ। এটা দুর্দান্ত ব্যাপার। একজন ব্যাটসম্যান যেভাবে খেলে পন্থ সেভাবে খেলতেও পারে। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধেও পন্থ প্রকৃত একজন ব্যাটসম্যান হিসেবে রুখে দাঁড়াতে পারে।'' রেভ স্পোর্টসকে বলেছেন ফারুক ইঞ্জিনিয়ার।
বর্ডার-গাভাসকর ট্রফিতে পন্থের ভুল শটে আউট দেখে সুনীল গাভাসকর পর্যন্ত ধারাভাষ্য দেওয়ার সময়ে বলে উঠেছিলেন, ''স্টুপিড, স্টুপিড, স্টুপিড।'' সেই সানিই ইংল্যান্ডে পন্থের ব্যাটিং দেখে বলেন, ''সুপার্ব, সুপার্ব, সুপার্ব।''
আরও পড়ুন: একসঙ্গে খাওয়াদাওয়া, ঘোরাফেরা আর খেলার সময়ে যত বাহানা! যুবিদের তীব্র সমালোচনায় প্রাক্তন পাক ক্রিকেটার

ইঞ্জিনিয়ার বলেন, ''যে রান পন্থ করেছে, তাতে প্রমাণিত ও ব্যাট করতে জানে। প্রকৃত একজন ব্যাটার হিসেবে খেলার দক্ষতা রয়েছে পন্থের। পন্থ কী করবে আগে থেকে কেউ বলতে পারবে না। ওর মাথায় যা আসবে তাই করবে। আমি ওর শট নির্বাচন নিয়ে মজা করেছিলাম, ও হেসেছিল। ওর আত্মবিশ্বাস রয়েছে। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে এগিয়ে যেতে চায়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পন্থকে আরও দায়িত্বশীল হতে হবে। লাঞ্চের ঠিক আগে বা ম্যাচ শেষ হওয়ার আগে।''
চতুর্থ টেস্টে কি কিপিং করবেন পন্থ? ভারতের তারকা উইকেট কিপার ঋষভ পন্থকে নিয়ে আপডেট দিলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে। চতুর্থ টেস্টে কি পন্থ উইকেটের পিছনে দাঁড়াবেন? পন্থকে নিয়ে চলছে চর্চা। চতুর্থ টেস্টে তিনি কিপিং করবেন কিনা তা এখনও স্থির হয়নি বলে জানান দুশখ্যাতে।
লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন পন্থ। ম্যাচের বাকি সময় তিনি আর উইকেটের পিছনে দাঁড়াননি। ইংল্যান্ডের ইনিংসে কিপিং করতে দেখা যায় ধ্রুব জুড়েলকে। অস্বস্তি নিয়েও ব্যাটিং করেন পন্থ। প্রথম ইনিংসে পন্থ করেন ৭৪, দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ৯ রান। মোক্ষম সময়ে আর্চারের তীব্র গতিতে ধেয়ে আসা বল পন্থের উইকেট ছিটকে দেয়।

দুশখ্যাতে সাংবাদিক বৈঠকে জানান, পন্থের আঙুলের চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির। চতুর্থ টেস্টের আগে ব্যাট করবেন পন্থ। দুশখ্যাতে বলছেন, ''ম্যানচেস্টার টেস্টের আগে ব্যাট করে দেখবে পন্থ। ওকে কোনও মুহূর্তে টেস্ট থেকে বাইরে রাখা যাবে না। তৃতীয় টেস্টে হাতে চোট নিয়ে ব্যাটিং করেছে পন্থ। কিপিং হল প্রক্রিয়ার শেষ অংশ। আমাদের নিশ্চিত করতে হবে যে পন্থ কিপিং করতে পারে - আমরা আর এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই না যেখানে ইনিংসের মাঝপথে আমাদের কিপারকে পরিবর্তন করতে হবে।''
পন্থকে সময় দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার অনুশীলন করেননি পন্থ। তাঁর চোটগ্রস্ত আঙুলকে বিশ্রাম দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। পন্থ না থাকা মানে বড় ধাক্কা ভারতের সাজঘরে।
