আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেপ্টেম্বরে শুরু টুর্নামেন্ট। কিন্তু কোনও রাখঢাক না করেই মনোজ তিওয়ারি জানিয়ে দিলেন, তিনি এই ম্যাচের বিরুদ্ধে। একদিন আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষণা করে, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ছেলেদের এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু এই ম্যাচ চাইছেন না ভারতের প্রাক্তনী। তিনি মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করে দেওয়া উচিত। 

পাহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রসঙ্গ তোলেন বাংলার ক্রিকেটার। তিনি মনে করেন, যতদিন না দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হচ্ছে, এই ম্যাচ হওয়া উচিত নয়। মনোজ বলেন, 'আমি ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে। এই ম্যাচটা হওয়াই উচিত না। বিশেষ করে পাহেলগাঁওয়ে জঙ্গিহানার পর। যেখানে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। তারপর অপারেশন সিঁদুর হয়। তখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন কী করে আমরা ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভাবছি? আমার মনে হয়, এই নিয়ে আবার নতুন করে ভাবনা-চিন্তা করা উচিত। এই পরিস্থিতিতে কোনওভাবেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া উচিত নয়।' 

মঙ্গলবার লোকসভায় পাকিস্তানকে সতর্কবার্তা দেন নরেন্দ্র মোদি। জানান, ভারতকে ক্ষতি করার চেষ্টা করলে, যোগ্য জবাব দেওয়া হবে। দাবি করেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এই উদাহরণ তুলে প্রাক্তন তারকা প্রশ্ন করেন, অপারেশন সিঁদুর চলাকালীন কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত? মনোজ বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী বলছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। চলছে। এই পরিস্থিতিতে আমরা কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে খেলব?' এশিয়া কাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। গ্রুপ পর্বের পর সুপার ফোর। দুই গ্রুপের সেরা দুই দল পরের রাউন্ডে যাবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। 

এশিয়া কাপকে ঘিরে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারিত এই ম্যাচ কোনও ভাবেই বাতিল হচ্ছে না। সূত্রের মতে, ‘ভারত-পাকিস্তানের এই ম্যাচ কোনও দ্বিপাক্ষিক সিরিজের অংশ নয়, বহুজাতিক টুর্নামেন্টের ম্যাচ। ভারত খেলতে না এলে পাকিস্তানকে ওয়াকওভার দেওয়া হবে। যা একেবারেই গ্রহণযোগ্য নয়’। উল্লেখ্য, পহেলগাঁওয়ের ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর পাকিস্তানকে পুরোপুরি বয়কট করেছে ভারত। সাময়িক সামরিক উত্তেজনার পর, এবার ফের মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, ‘বর্তমানে ভারত-পাকিস্তান মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কোনও খেলার প্রশ্নই নেই’। তবে অলিম্পিক চার্টার অনুযায়ী, বহুজাতিক প্রতিযোগিতায় রাজনৈতিক কারণে কোনও দেশকে বাদ দেওয়া যায় না। এই কারণেই পাকিস্তানকে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বিরত করা হবে না বলে জানিয়েছে সরকার।