আজকাল ওয়েবডেস্ক: চারদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে। পরের দিন অভিযান শুরু ভারতের। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর এই ম্যাচ বয়কটের ডাক দেয় অনেকেই। একসময় এশিয়া কাপ বাতিলের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট অনুমোদন করে দেয়। ভারতীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই। তবে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ক্রীড়ামন্ত্রকের এই বার্তায় হতাশ মনোজ তিওয়ারি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেছেন, 'মানুষের প্রাণের মূল্য শূন্য।' 

সর্বভারতীয় সংবাদসংস্থায় এক সাক্ষাৎকারে মনোজ বলেন, 'এই ম্যাচটা হবে ভেবে আমি খুবই অবাক হচ্ছি। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় এতজন নিষ্পাপ মানুষ প্রাণ হারাল। তারপর প্রায় যুদ্ধ লেগে গিয়েছিল। তখন অনেক কথা হচ্ছিল। বলা হচ্ছিল, এবার যোগ্য জবাব দেবে ভারত। কিন্তু এত কিছু সত্ত্বেও, কয়েক মাস কাটতেই সবাই সবকিছু ভুলে গিয়েছে। আমি মানতে পারছি না, এই ম্যাচটা হচ্ছে। ভাবতে পারছি না, মানুষের প্রাণের মূল্য শূন্য হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে খেলে কী পেতে চাই আমরা? খেলার থেকে মানুষের প্রাণের মূল্য অনেক বেশি হওয়া উচিত। ম্যাচটা দেখার কোনও প্রশ্নই নেই।' মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হয়। দল থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়েসওয়াল। এই প্রসঙ্গে মনোজ বলেন, 'দু'জনেই যোগ্য। জানি না কেন শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়েসওয়াল সুযোগ পেল না। গৌতম গম্ভীরের পুরোনো ভিডিও দেখলে বলতে শোনা যাবে, যশস্বী জয়েসওয়াল এমন একজন প্লেয়ার যাকে টি-২০ ক্রিকেটের বাইরে রাখার কথা ভাবাই যায় না। এখন ও নিজেই কোচ হওয়ায় পর, যশস্বী এবং শ্রেয়সের জন্য জায়গা নেই। গত বছর শ্রেয়সের পারফরমেন্স সেরা। ওর টি-২০ দলে সুযোগ না পাওয়া অবাক করেছে। নির্বাচনী প্রক্রিয়া লাইভ সম্প্রচার হওয়া উচিত। যাতে ক্রীড়াপ্রেমীরা জানতে পারে কাকে, কেন নেওয়া হল।' 

প্রসঙ্গত, কয়েকদিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে সরব জন হরভজন সিংও। বলেন, 'রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। আমরা ওদের কেন এত গুরুত্ব দিই?' এশিয়া কাপে ভারত-পাকিস্তান প্রসঙ্গ উঠতেই কোনও রাখঢাক না করে এই জবাব দেন হরভজন। স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত। সদ্য কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অঙ্গ ছিলেন ভাজ্জি। যেখানে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা। সেই দলে ছিলেন শিখর ধাওয়ান, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান। পহেলগাঁওয়ে জঙ্গিহানার ফলস্বরূপ এমন প্রতিক্রিয়া দেখান ভারতের কিংবদন্তিরা‌। হরভজনের কাছে, দেশ সবার আগে। তিনি মনে করেন, সূর্যকুমার যাদবদেরও উচিত পাকিস্তানের বিরুদ্ধে না খেলা।