আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং প্রশংসা করলেন ভারতের ওডিআই অধিনায়ক রোহিত শর্মার। সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করে যোগরাজ জানান, রোহিতের আরও পাঁচ বছর ভারতের হয়ে খেলা উচিত। উল্লেখ্য, গত বছরের জুনে বিশ্বকাপ জেতার পর রোহিত তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ইতি টানেন। চলতি বছরের মে মাসে তিনি বিদায় নেন টেস্ট ক্রিকেট থেকেও। বর্তমানে তিনি শুধুমাত্র ওডিআই ফরম্যাটে দলের অধিনায়ক ও ওপেনার হিসেবে সক্রিয় রয়েছেন। ভারতের জার্সিতে রোহিতের শেষ ম্যাচ ছিল এই বছরের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে ভারত শিরোপা জেতে।
তিনি বলেন, ‘যে মানুষটিকে নিয়ে এত বাজে কথা বলা হয়, সেই রোহিত শর্মা। আমি আগেই বলেছিলাম, রোহিত হবে আমার মানুষ, ‘দ্য ম্যান’। যেভাবে ও ব্যাট করেছে, রোহিত এক পাশে আর বাকিদের ব্যাটিং আরেক পাশে। ওর ইনিংস এক পাশে আর বিশ্বের বাকিরা অন্য পাশে, এটাই ওর ক্লাস। আমি বলব, রোহিতকে আমাদের আরও পাঁচ বছরের জন্য দরকার। দেশের জন্য আরও করো, ফিটনেসে কাজ করো। ও চাইলে ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে।’ রোহিতের ফিটনেস নিয়ে সমালোচকদের উদ্দেশে যোগরাজ বলেন, ‘তোমরা কি লজ্জা পাও না এমন কথা বলতে? রোহিতের খেলা বা ফিটনেস নিয়ে মন্তব্য করতে চাইলে আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলো। যার কোনও অভিজ্ঞতা নেই, সে কীভাবে এসব নিয়ে কথা বলে?’
একইসঙ্গে তিনি রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন, যাতে ফিটনেস বজায় থাকে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত। মাত্র ৮৩ বলে তাঁর এই ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। তাঁর ব্যাটিংয়েই ভারত ম্যাচ ও শিরোপা জিতে নেয়। অন্যদিকে, সমস্ত জল্পনার মধ্যেই দেশে ফিরে ফের মাঠে নেমে পড়েছেন রোহিত শর্মা। জিমে অভিষেক নায়ারের সঙ্গে ছবি পোস্ট করেছেন হিটম্যান। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত। আইপিএল চলাকালীন রোহিত টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বজয়ের অব্যবহিত পরেই সেই ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন রোহিত। সেই রোহিত খেলবেন কেবল ওয়ানডে। তারই প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।
ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর চান না সিনিয়র ক্রিকেটাররা দলে থাকুন। ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ক্রিকেটার কেবল ওয়ানডে খেলবেন। কিন্তু ২০২৭ বিশ্বকাপে দুই ক্রিকেটারের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। ২০২৭ সালের পঞ্চাশ ওভারের ফরম্যাটে কি তাঁরা সুযোগ পাবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চায় না পঞ্চাশ ওভারের ফরম্যাটে রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকুক। এর মধ্যেই জল্পনা বাড়িয়ে দিয়েছে আইসিসি।
রোহিতের যে ছবি তারা পোস্ট করেছে, তাতে অনেকেই মনে করতে শুরু করেছেন, ২০২৭ বিশ্বকাপে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেই পোস্ট ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখনই আইসিসি সেই পোস্ট মুছে ফেলে। আগামী বছর ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলবে ভারতীয় দল। ক্রীড়াসূচিও প্রকাশিত হয়েছে। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত বিলেতে। সেই সিরিজেরই ছবি পোস্ট করেছে আইসিসি। সেই ছবিতে রোহিতের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের মুখও। অর্থাৎ দুই দলের দুই অধিনায়কের ছবি সম্বলিত ক্রীড়াসূচি প্রকাশ করেছে আইসিসি। আর আইসিসি-র এই ছবি নিয়ে দানা বেঁধেছে জল্পনা।
