আজকাল ওয়েবডেস্ক:‌ ফেব্রুয়ারিতেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ফেডারেশনের জোড়াজুড়িতে থেকে যান। এমনই বিস্ফোরক দাবি করেছেন মানোলো মার্কেজ। যিনি সদ্য ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন।


২০২৪ সালে ইগর স্টিমাচের বিদায়ের পরেই মার্কেজকে কোচ করে আনে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু তাঁর কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্যান্স শূন্য। আট ম্যাচে জয় মাত্র একটা। ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে ৩ গোলে জেতা ছাড়া বলার মতো পারফরম্যান্স নেই। জয়ের শতাংশ মাত্র ১৩।


সেই মার্কেজ বলছেন, ‘‌এপ্রিলেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু কর্তারা বলেন জুন অবধি থেকে যেতে। আমাকে বারবার অনুরোধ করা হয়েছিল থেকে যাওয়ার জন্য। আর খারাপ ফলের দায় তো আমারও। আমিও আচমকা ছেড়ে দিতে চাইছিলাম না। ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা বারবার অনুরোধ করছিলেন।’‌


প্রসঙ্গত, এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে ভারতের শুরু অত্যন্ত খারাপ হয়েছে। বাংলাদেশের সঙ্গে ড্র। হংকংয়ের কাছে হার। এরপরেই বিদায় নেন মার্কেজ। তাঁর কথায়, ‘‌কোচ হিসেবে থাকতে চেয়েছিলাম। কিন্তু কিছু বিষয় নিজের আয়ত্ত্বে থাকে না। তখন বিদায় নিতে হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ফল ভাল হলে হয়ত থেকে যেতাম।’‌


আইএসএলে ২০২০–২১ সালে এসেছিলেন মার্কেজ। হায়দরাবাদকে আইএসএল জিতিয়েছেন। তিন বছর সেখানে থাকার পর নেন গোয়ার দায়িত্ব। জিতেছেন সুপার কাপ। গত বার একসঙ্গে গোয়া ও ভারতীয় দলের দায়িত্ব সামলেছিলেন। এখন আবার সামলাবেন শুধু গোয়ার দায়িত্ব। তাঁর কোচিংয়ে ৬২ ম্যাচে ৩৮ ম্যাচ জিতেছে গোয়া। হার ১২ ও ড্র ১২।