আজকাল ওয়েবডেস্ক: আর কেঁদে কী হবে...সবই তো শেষ। যা ঘটেছে, তার জন্যই হাসতে হবে। রবিচন্দ্রন অশ্বিন এমনই ক্যাপশন দিয়েছেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে টিম বাসের ভিতরে নিজের নিজের ছবি। দেখা যাচ্ছে জাতীয় দলের পতাকা। অশ্বিন হাসছেন। সেই হাসিতে হয়তো ঢেকে যাচ্ছে ভিতরের যন্ত্রণা, ভিতরের বেদনা।
ব্রিসবেনে অস্তাচলে গেল রবি। আচম্বিতে নেওয়া এহেন সিদ্ধান্তে বিস্ময়ের উদ্রেক করলেও পিছনের কারণ নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। হয়তো অসম্মানিত হওয়ার জন্যই অশ্বিন জানিয়ে দিলেন, ক্রিকেট তোমায় দিলাম আজকে ছুটি।
তাঁর অবসর প্রসঙ্গে রোহিত জানান, অশ্বিনের আচমকা অবসরে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। তাঁকে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার বলে সম্বোধন করেন ভারত অধিনায়ক।
রোহিত বলেন, 'অ্যাশ নিজের সিদ্ধান্ত নিয়ে খুবই নিশ্চিত ছিল। পারথে আসার পরই আমি এটা প্রথম শুনেছিলাম। টেস্টের প্রথম তিন-চারদিন আমি দলের সঙ্গে ছিলাম না। তবে এটা তখন থেকেই ওর মাথায় ঘুরছিল। নিশ্চয়ই এর পেছনে অনেক কারণ আছে। অ্যাশ এর উত্তর দিতে পারবে। ও বুঝতে পারে দল কী ভাবছে। আমরা কী ধরণের কম্বিনেশন চাইছি। এখানে আসার পরও আমরা জানতাম না কোন স্পিনার খেলবে। আমরা পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। আমি পারথে আসার পর ওর সঙ্গে আমার এই নিয়ে আলোচনা হয়েছিল। অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টের আগে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য ওকে মানাতে পেরেছিলাম।'
