আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের বিপর্যয়ের পর গেল গেল রব উঠেছে রোহিতকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওঠার পরও রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে কৌতূহল রয়েছে সবার।
এই প্রেক্ষিতে 'হিটম্যান'-এর পাশে এসে দাঁড়াচ্ছেন দেশের প্রাক্তন ওপেনার নভজ্যোৎ সিং সিধু। তিনি মনে করেন ভারত এখনও রোহিতের পরিবর্ত খুঁজে পায়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিধু বলেন, ''মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই এই ভেবে ভারতের ১০ জন মানুষের ২০ রকমের প্রতিক্রিয়া। আমার প্রশ্ন কাকে শেষ মুহূর্তে অধিনায়ক করা উচিত? সেই সঙ্গে আরও একটা প্রশ্ন রোহিতের মতো পারফরম্যান্স করেছে কে? অস্ট্রেলিয়ায় পঞ্চম টেস্টে খেলেনি রোহিত। নিজেকে সরিয়ে নিয়েছিল। রোহিতের পরিবর্ত কি ১৫০ রান করেছে? রোহিতের বিকল্প খুঁজে বের করা দরকার।''
আইপিএলের পরই রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। সেই সফরের আগে সিধু মনে করিয়ে দিচ্ছেন গত সফরে দারুণ ছন্দে ছিলেন হিটম্যান। ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। নির্বাচকদের কাছে সিধুর অনুরোধ, ২০২৭ সাল পর্যন্ত অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের মিশ্রণ বজায় রাখা উচিত।
সিধু বলছেন, ''রোহিত শর্মাকে কীভাবে সরাবে? ইংল্যান্ডে রোহিতের রেকর্ড দেখুন। ওর সেঞ্চুরি দেখো। ২০২৭ সাল পর্যন্ত তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে দল গড়া উচিত। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল না হলে ভাল দল তৈরি করা যাবে না। রোহিতকেই ক্যাপ্টেন রেখে দেওয়া উচিত।''
