আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি কি আদৌ খেলবেন পরের বারের আইপিএলে? ধোনিকে নিয়ে প্রশ্ন। তাঁকে ঘিরে জল্পনা। এই আবহেই শেষ ম্যাচের পরে তিনি জানিয়ে দিয়েছেন, রাঁচিতে ফিরে আগে কয়েকদফা বাইক চড়ব। তার পরে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। 

এর মধ্যেই দেশের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন ধোনিকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। বলেছেন আর যাই করুক, কোচিং ধোনির দ্বারা হবে না।
ওটিটি-তে এক অনুষ্ঠানে ধোনি প্রসঙ্গে অতুল ওয়াসনকে বলতে শোনা গিয়েছে, ''আমার বিশ্বাস ধোনি ভাল মেন্টর হতে পারবে। কিন্তু কোচিং! ধোনির ধৈর্য নেই। ও যদি কোচ হয়, তাহলে দলের সঙ্গে ভ্রমণ করতে হবে। ওগুলো কেন করতে যাবে ধোনি?'' 

জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে শারীরিক ধকল রয়েছে। বাড়ি ছেড়ে থাকতে হবে। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়রা  নিজেদের সুখ-আনন্দ দূরে ঠেলে রেখে দলের সঙ্গে পড়েছিলেন দীর্ঘ সময়। অতুল ওয়াসনের মতে, ধোনির পক্ষে এভাবে দলের সঙ্গে নিরন্তর ঘোরা সম্ভবই নয়। ফলে মেন্টরের কাজ ভাল হয়তো করবেন বিশ্বজয়ী অধিনায়ক কিন্তু কোচিং একদমই নয়।