আজকাল ওয়েবডেস্ক: স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে ঠিক কাজ করেননি বিরাট কোহলি।তাঁর ম্যাচ ফি-র কুড়ি শতাংশ জরিমানা করা হয়েছিল। তবে ইংল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার স্টিভ হার্মিসন মনে করেন, কোহলিকে কম সাজা দেওয়া হয়েছে। তাঁকে নিষিদ্ধ করা উচিত ছিল।

কোহলির পাশাপাশি অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সি ক্রিকেটারকে সতর্ক করে দিয়ে হার্মিসন জানিয়েছেন, প্রতিপক্ষকে উসকানি দেওয়া বন্ধ করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে স্যাম কনস্টাসকে আরও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার। 

স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারায় ম্যাচ ফি-র কুড়ি শতাংশ কেটে নেওয়া হয় কোহলির। কিন্তু হার্মিসনের বক্তব্য, ''কোহলি যা করেছে তার জন্য ওকে নিষিদ্ধ করা উচিত ছিল। কোহলিকে আমি খুব পছন্দই করি। খেলাটার প্রতি কোহলির অবদান বিরাট। তবে সবকিছুতেই একটা সীমারেখা থাকে, সেই রেখা অতিক্রম করা উচিত নয়।''

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বুমরাকে স্কুপ মেরে বিভ্রান্ত করে দেন কনস্টাস। তাঁর আগ্রাসী ক্রিকেটে ভারত ব্যাকফুটে চলে যায়। কিন্তু তাঁর রক্ষণ কতটা ভাল, তা নিয়ে সন্দিহান হার্মিসন। তিনি বলেন, ''স্যাম স্কুপ করতে পারে। বড় শট খেলতে পারে। কিন্তু বিশ্বের সেরা টেস্ট দলের বিরুদ্ধে  খেলতে নামলে সেরা বোলারদের সামলানোর মতো রক্ষণ কি রয়েছে ওর? এই বিষয়টার উপরে ওকে নজর দিতে হবে। রক্ষণ যদি ভাল হয়, তাহলে ঠিক আছে। কনস্টাস আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে। আক্রমণাত্মক মানসিকতাও রয়েছে। আমার মনে হয় ওয়ার্নারকে নকল করতে চাইছে কনস্টাস। তবে গুণগত দিক থেকে ওয়ার্নারের ধারেপাশেও নেই কনস্টাস।''