আজকাল ওয়েবডেস্ক: মৃত্যু হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের। সোমবার এক বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। মৃত্যুকালে থর্পের বয়স হয়েছিল ৫৫ বছর। ১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছিলেন থর্প। খেলেছেন ৮২টি একদিনের ম্যাচও। টেস্টে ইংল্যান্ডের হয়ে 6744 রান করেছেন থর্প। 16টি সেঞ্চুরি রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় ইসিবি জানিয়েছে, ‘গ্রাহামের মৃত্যুতে যে গভীর ধাক্কা পেয়েছি তা বর্ণনা করার জন্য কোনও উপযুক্ত শব্দ নেই।


?ref_src=twsrc%5Etfw">August 5, 2024


ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে একজন ছাড়াও থর্প ছিলেন ক্রিকেট পরিবারের একজন প্রিয় সদস্য। 13 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে সতীর্থদের অন্যতম প্রিয় ছিলেন তিনি। ইংল্যান্ড এবং নিজের ঘর সারে সমর্থকদের কাছেও প্রিয় ছিলেন তিনি। 1988 সালে সারের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন গ্রাহাম থর্প। 1989 সাল থেকেই নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। 24 বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয় তাঁর। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত 114 রান করেন।






2002 সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ডাবল সেঞ্চুরির পর থর্প ইংল্যান্ডের মিডল অর্ডারের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন। 2005 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে কোচের দায়িত্বে আসেন। সেখানে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারদের কোচিং করিয়েছেন। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন। 2022 সালের মার্চ মাসে, থর্পকে আফগানিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারেননি।