আজকাল ওয়েবডেস্ক: গুরপ্রীত সিং সান্ধু, সুনীল ছেত্রীদের পরবর্তী হেডস্যর কে হবেন? নতুন হেড কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এআইএফএফ সূত্রে খবর, ১৭০ জন আবেদন করেছেন ভারতের কোচ হওয়ার জন্য। 

এঁদের মধ্যে নামী দামি কোচ রয়েছেন। রয়েছেন সঞ্জয় সেন, খালিদ জামিল ও সন্তোষ কাশ্যপের মতো দেশীয় কোচ। ভারতের জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করে জীবনপঞ্জী জমা দিয়েছেন লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলারও। 

গতবার আরও বেশি জীবনপঞ্জী জমা পড়েছিল। সংখ্যাটা প্রায় ২৯১। এবার তুলনায় অনেক কম বায়োডেটা জমা পড়েছে বলেই জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। 

আরও পড়ুন:‌ লেজেন্ডস লিগে ভারত–পাক ম্যাচ বাতিল হতেই ভারতীয় ক্রীড়াবিদদের কড়া আক্রমণ এই প্রাক্তন পাক ক্রিকেটারের

রবি ফাওলার অতীতে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে আইএসএলে খেলেছিল লাল-হলুদ ব্রিগেড। আশানুরূপ ফল করতে পারেনি লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। সেই ফাওলার এবার ভারতীয় দলের হেড কোচ পদের জন্য আবেদন করেছেন। 

May be an image of 3 people, people playing football, people playing soccer and text

তালিকায় রয়েছেন হ্যারি কিওয়েল, ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দলের কোচ কাইও জানারদি, বার্সেলোনার রিজার্ভ দলের ম্যানেজার জর্ডি ভিনিয়ালস। গত তিন বছর চাইনিজ সুপার লিগের ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। এবার ভারতের হেড কোচ পদের জন্য তিনি দরখাস্ত পাঠিয়েছেন। 

তবে গতবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আরও নামজাদা কোচ আবেদন করেছিলেন। কেউ ফিফা বিশ্বকাপে কোচিং করিয়েছেন, কেউ জাতীয় দলের কোচ ছিলেন। সেই তুলনায় এবার পাঠানো সিভির সংখ্যা তুলনামূলক ভাবে কম। 

কারা কারা কোচের পদের জন্য আবেদন করেছেন, এআইএফএফ-এর তরফ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়নি এখনও। তবে যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁরাও সমাদৃত। 

তাজিকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রাক্তন কোচ পিটার সেগ্রেট, অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের সদস্য রোয়েল কাওম্যান্স এআইএফএফ-এর দরজায় কড়া নাড়ছেন কোচ হওয়ার জন্য। 

SC East Bengal, coach Robbie Fowler

পরিচিত নামের মধ্যে রয়েছেন ইংরেজ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। দু'বার ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। ৭৩টি ম্যাচে তিনি দেশের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। ২০২২-২৩ মরশুমে কনস্ট্যানটাইন শেষবার লাল-হলুদ শিবিরের কোচ ছিলেন। জাতীয় দলের হয়ে সাহেব কোচ জিতেছেন এলজি কাপ(২০০২), সাফ কাপ (২০১৫), ত্রিদেশীয় সিরিজ (২০১৭) এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ (২০১৮)। 

আইএসএলের সফল কোচরাও দরখাস্ত জমা দিয়েছেন। একাধিকবার আইএসএল খেতাব জয়ী আন্তোনিও লোপেজ হাবাস ও সের্জিও লোবেরা রয়েছেন এই তালিকায়। পাঞ্জাব এফসিকে আই লিগ এনে দেওয়া কোচ স্টাইকোস ভার্জেটিস, মহামেডান স্পোর্টিংয়ের প্রাক্তন কোচ আন্দ্রে চের্নিশভও আবেদন করেছেন জাতীয় দলের হেড কোচের চেয়ারের জন্য। 

জাতীয় দলের নতুন কোচের সামনে অগ্নিপরীক্ষা। ২০২৭ এএফসি এশিয়ান কাপের জন্য পাসপোর্ট জোগাড় করাই নতুন কোচের সামনে বড় চ্যালেঞ্জ। এএফসি এশিয়ান কাপের প্রথম দুটো ম্যাচে ভারতীয় ফুটবল দল আশানুরূপ ফল করতে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলশূন্য ভাবে খেলা শেষ করেছে ভারত। হংকং-য়ের কাছে হার মেনেছেন সুনীল ছেত্রীরা। সেই সময়ে ভারতীয় দলের হেড কোচ ছিলেন মানোলো মার্কেজ। 

File photo of Robbie Fowler.

এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে ভারতের। সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি, বাংলাদেশ ও হংকংয়ের বিরুদ্ধে একটি করে ম্যাচ রয়েছে। গ্রুপ সেরা দলটিই সৌদি আরবে খেলার ছাড়পত্র পাবে এএফসি এশিয়ান কাপে। বাকি চারটি ম্যাচই এখন জিততে হবে ভারতকে। 

আরও পড়ুন:‌ টিম ইন্ডিয়ার মধ্যে রয়েছে ছোট্ট টিম ইন্ডিয়া‌!‌ গোপন তথ্য ফাঁস করলেন এই ক্রিকেটার