আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে ইতিহাসের পাতায় রবীন্দ্র জাদেজা। নতুন রেকর্ড সৃষ্টি করলেন ভারতীয় অলরাউন্ডার। যা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম। প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্টে জয়ের অবদানস্বরূপ ২০০০ এর বেশি রান এবং দুশোর বেশি উইকেট নেন জাদেজা। চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে এই অনন্য নজির গড়েন ভারতীয় তারকা। জাদেজার পরই দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর রান ১৯৪৩। উইকেট ৩৬৯। জাড্ডুকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। দু'জনের মোট রান এবং উইকেট সংখ্যা আরও বেশি। তবে এই পরিসংখ্যান শুধুমাত্র ভারতের জয়ের ভিত্তিতে। 

টেস্টে জাদেজার মোট রান ৩১২২। উইকেট ২৯৯। কানপুরে মাইলস্টোন ছোঁয়ার হাতছানি ভারতীয় অলরাউন্ডারের সামনে। আর মাত্র এক উইকেট নিতে পারলেই আরও একটি রেকর্ড গড়ে ফেলবেন। লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৩০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করবেন তিনি। মাত্র ১০ জন রয়েছে এই তালিকায়। তারমধ্যে রয়েছে দু'জন ভারতীয়। কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিন এই নজির গড়েন। গ্যারি সোবার্স এবং জ্যাক কালিসের মতো প্লেয়ারও এই তালিকায় নেই। সেই এলিট ক্লাবের সদস্য হওয়ার সুযোগ রয়েছে জাদেজার সামনে। এমন কীর্তির মুখে থাকা সত্ত্বেও এই তালিকায় বাকিদের সঙ্গে উচ্চারিত হয় না ভারতীয় অলরাউন্ডারের নাম। তার কারণ জাড্ডু নিজেই। বরাই করতে পছন্দ করেন না। চুপিসারে নিজের কাজটা সারেন। তাই খুব একটা প্রচারের আলোয় আসেন না। বাকিদের আড়ালেই থেকে যান তিনি।