আজকাল ওয়েবডেস্ক: চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে দর্শক উপস্থিতি নিয়ে হতাশা অব্যাহত। আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিন দিন জুড়ে গ্যালারিতে ফাঁকা আসনের সারি দেখা গিয়েছিল, আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও চিত্র প্রায় একই রকম। রাজধানীর এই ঐতিহ্যবাহী মাঠে টিকিটের দাম শুরু হয়েছে মাত্র ২৪৯ টাকা থেকে। তবুও গ্যালারিতে দর্শকের অভাব চোখে পড়ার মতো। ম্যাচে ভারতীয় দল প্রভাব বিস্তার করলেও, স্ট্যান্ডগুলো ছিল প্রায় খালি।
অন্যদিকে, এই একই দিনে মুম্বইয়ের শিবাজি পার্কে ছিল সম্পূর্ণ ভিন্ন ছবি। শুক্রবার সেখানে ব্যাটিং প্র্যাকটিসে নামেন রোহিত শর্মা, আর তাঁকে এক নজর দেখার জন্য জড়ো হন শতাধিক ক্রিকেটপ্রেমী। প্রাক্তন ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন করেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন মুম্বই ও কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী ও আরও কিছু স্থানীয় প্রতিভা। শিবাজি পার্কের প্রবেশদ্বারেই ভিড় জমায় শত শত দর্শক।
রোহিতকে কভার ড্রাইভ, সুইপ সহ একাধিক মনোমুগ্ধকর শট খেলতে দেখা যায়, আর সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন অনেকেই। অনুশীলন শেষে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান রোহিত, তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ঋতিকা সাজদে। রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নেওয়ার পর ভারতীয় টেস্ট দলের পরবর্তী জেনারেশনের প্রতি কি তবে আগ্রহ কমছে? এমনটাই শঙ্কা প্রকাশ করছে ক্রিকেট মহল।
অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না রোহিত শর্মা। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে টানা দু’ঘণ্টা ধরে অনুশীলন করলেন ভারতের প্রাক্তন একদিনের অধিনায়ক। সম্প্রতি ওডিআই নেতৃত্ব থেকে সরানো হলেও ব্যাট হাতে রোহিতকে দেখা গেল সম্পূর্ণ ছন্দে, আত্মবিশ্বাসী মেজাজে। অনুশীলনের সময় রোহিত খেলেছেন একাধিক ঝলমলে শট। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে কভার ড্রাইভ থেকে শুরু করে নিখুঁত সুইপ, দর্শকদের উল্লাসে মুখরিত ছিল শিবাজি পার্ক।
শতাধিক ক্রিকেটপ্রেমী তাঁর ব্যাটিং দেখতে হাজির ছিলেন মাঠে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, রোহিত প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন এবং সেশনের পর বাড়ি ফিরে যান। পুরো সেশনে তাঁকে সাহায্য করেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। উপস্থিত ছিলেন মুম্বই ও কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী সহ আরও কয়েকজন স্থানীয় ক্রিকেটার। রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেও মাঠে উপস্থিত ছিলেন এবং সেশন শেষে ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এই তারকা ব্যাটার।
ওডিআই অধিনায়কত্ব হারালেও ভারতীয় দলে রোহিতের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণই থাকবে। তরুণ ওপেনার শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটি হিসেবে তাঁকে দেখা যাবে আগামীতেও, এবং তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে নেতৃত্বের বদলের এই সময়ে। প্রস্তুতির অংশ হিসেবে ফিটনেসে মনোযোগ দিয়েছেন রোহিত। জানা গিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তিনি ওজন অনেকটাই কমিয়েছেন এবং ফিটনেস ধরে রাখছেন কঠোর নিয়মে।
