আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। দেশের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, যদি সুযোগ পাই তাহলে এক বছরের মধ্যে পাকিস্তান দলকে তৈরি করে দেব!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও ভারত ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে চলে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তানই প্রথম আয়োজক দেশ যারা চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বিশেষ করে ভারতের কাছে হার মেনে নিতে পারছেন না সেদেশের ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনায় সোচ্চার। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং ফাটিয়েছেন বোমা। তাঁর দাবি, পিসিবি তাঁকে কোচের দায়িত্ব দিলে একবছরের মধ্যে পাকিস্তান দলকে তৈরি করে দেবেন তিনি। ওয়াসিম আক্রামকে খোঁচা মেরে যোগরাজ বলেছেন, ‘ওয়াসিমজি আপনি কী করছেন? ধারাধাষ্য দিচ্ছেন আর টাকা রোজগার করছেন। দেশে ফিরে গিয়ে ক্রিকেটারদের নিয়ে শিবির করুন। আপনি না পারলে আমি যাব। আমি সুযোগ পেলে পাকিস্তান গিয়ে একবছরের মধ্যে দল তৈরি করে দেব। যে দল বিশ্বকাপ জিতে যাবে।’
প্রসঙ্গত, যোগরাজের নিজস্ব অ্যাকাডেমি রয়েছে। শচীন পুত্র অর্জুনও একসময় যোগরাজের অ্যাকাডেমিতে ছিল। তবে যোগরাজের আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। দেশের হয়ে একটি টেস্ট ও ছ’টি একদিনের ম্যাচ খেলেছিলেন যোগরাজ।
