আজকাল ওয়েবডেস্ক:  ২২ জুন, ২০২৫। পর্তুগিজ তারকা দিয়েগো জটা বিয়ে করেছিলেন ছেলেবেলার প্রেমিকা রুট কার্ডোসোকে। 

৩ জুলাই, ২০২৫। জুটি ভেঙে গেল। বিয়ের ঠিক ১১দিনের মধ্যেই থেমে গেল এক মহাজীবন। অকালেই ঝরে গেলেন পর্তুগিজ ফুটবলার দিয়েগো জটা। 

বৃহস্পতিবার এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নেয় জটার জীবন। কথায় বলে জীবন যেন পদ্মপাতায় জল। পদ্মপাতা নড়ে গেলেই জলও ছলকে পড়ে। জীবন সেরকমই অনিশ্চিত। 

এই দুঃসময়ে জটার পরিবারের  পাশে এসে দাঁড়িয়েছে লিভারপুল। চুক্তির বাকি সময়ের পুরো অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেবে ইংল্যান্ডের ক্লাব। 

শনিবার পর্তুগালে সমাহিত করা হয়েছে দুই ভাইকে।  ক্লাবের পক্ষ থেকে জটাকে বিদায় জানানো হয়। প্রয়াত সতীর্থকে শেষ বিদায় জানান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

জটার চুক্তির বাকি দু' বছরের বেতন তাঁর পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত সমাদৃত হয়েছে। লিভারপুলের সঙ্গে জটার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তাঁর সাপ্তাহিক বেতন ছিল এক লক্ষ ৪০ হাজার পাউন্ড। সেই অনুযায়ী দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লক্ষ পাউন্ড পারিশ্রমিক পেতেন তারকা ফুটবলার। এখন সেই অর্থ পাবে জটার পরিবার।