আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচে‌ অনিশ্চিত জ্যামি‌ স্মিথ। পেশিতে চোট রয়েছে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটারের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে রাজকোটে চোট পান জ্যামি‌। জেকব বেথেলের জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু চোটের জন্য সিরিজের দুটো ম্যাচে খেলতে পারেননি। একটি রিপোর্টে জানা গিয়েছে, আহমেদাবাদে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফিটনেস টেস্ট হবে তাঁর। সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন। 

একদিনের সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন জো রুট। স্মিথকে না পাওয়া গেলে, ইংল্যান্ডের ব্যাটিং শক্তি কমবে। রেহান আহমেদের জায়গা নেওয়ার কথা ছিল রুটের। কিন্তু একদিনের সিরিজের জন্য স্পিনারকে রেখে দিয়েছে ইংল্যান্ড। টি-২০ সিরিজে চারজন পেসারকে খেলানো হয়। অনেক ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে আদিল রশিদ খেলেন। অন্যদিকে এক ম্যাচে পাঁচজন স্পিনারকে ব্যবহার করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে। নাগপুরে প্রথম একদিনের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে সাকিব মাহমুদের। সিরিজে মাত্র একটা টি-২০ ম্যাচ খেলেন ইংল্যান্ডের পেসার। ৩ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিলেও, ওয়াংখেড়েতে শেষ ম্যাচে বাদ পড়েন। বৃহস্পতিবার নাগপুরে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। দ্বিতীয় ম্যাচ রবিবার। সিরিজের শেষ ম্যাচে ১২ ফেব্রুয়ারি। এই সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারবে দুই দলই।