আজকাল ওয়েবডেস্ক: চার বছর পরে টেস্ট খেলতে নেমে ভারতের ব্যাটিং লাইন আপে কাঁপন ধরিয়েছেন জোফ্রা আর্চার। তাঁকে কীভাবে সামলাবেন ভারতীয় ব্যাটারা, তা নিয়েই চিন্তিত ভারতের টিম ম্যানেজমেন্ট। লর্ডস টেস্টে জোফ্রা আর্চার আগুন জ্বালিয়েছেন। ঋষভ পন্থের উইকেট উড়িয়ে দিয়েছেন তিনি।এহেন আর্চার অ্যাশেজের স্বাদ নিতে চান। তাই যেনতেনপ্রকারেণ তিনি অস্ট্রেলিয়াগামী বিমানে উঠতে চান।
বছর ছয়েক আগে এই অ্যাশেজ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল আর্চারের। সেই সিরিজের পরে অ্যাশেজে আর নামেননি ইংল্যান্ডের এই গতিদানব। তিনি চান অ্যাশেজ যুদ্ধে নামতে। ফের তিনি পরীক্ষা নিতে চান অজি ব্যাটারদের। আগামী অ্যাশেজে যে কোনও মূল্যে তিনি মাঠে নামতে চান ইংল্যান্ডের হয়ে।
আর্চারের গতি ব্যাটসম্যানদের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। সেই আর্চার কনুই ও পিঠের চোট মিলিয়ে চার বছরেরও বেশি সময় টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: ডার্বির আগে মোহনবাগান আরও ঝলমলে, কালীঘাট মিলন সংঘকে হারিয়ে চাপ বাড়াল ইস্টবেঙ্গলের উপরে
চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে লর্ডস টেস্ট দিয়ে পাঁচ দিনের ফরম্যাটে তিনি ফিরে আসেন। লর্ডসে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। পাঁচ-পাঁচটি উইকেটের মালিক আর্চার।

নিজের তৃতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে ফেরান আর্চার। ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ধরেন নিজের বলেই। পন্থের উইকেট ছিটকে দেন।
লর্ডসে ৩৯.২ ওভার বোলিং করেন আর্চার। ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু সিরিজের চতুর্থ টেস্ট। প্রায় দিন সাতেক তিনি বিশ্রাম পাচ্ছেন। পুরোদস্তুর সতেজ হয়ে ফিরে ওল্ড ট্র্যাফোর্ডে নিশ্চয় আগুন জ্বালাবেন আর্চার।
লর্ডসে শেষ হাসির পরে বেন স্টোকস প্রশংসা করেন জোফ্রা আর্চারের। ইংল্যান্ড অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, ''ছয় বছর আগে ২০১৯ সালে ও প্রধান ভূমিকা নিয়েছিল। আমার মনে হয়েছিল এদিনও ও বিশেষ কিছু করবে এবং আমাদের জন্য গেম ওপেন করে দেবে। তাই ওর সঙ্গে একটু আলোচনা করি। ব্রাইডন দারুণ বল করেছে। তবে আমার মনে হয়েছিল, প্রত্যাবর্তনের ম্যাচে জোফ কিছু করে দেখাবে।''
You cannot do that Jofra Archer!
— England Cricket (@englandcricket)
Out of this world ???? pic.twitter.com/mGNpgKPphlTweet by @englandcricket
এমনকী ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পরে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জামা ওড়ানোর দৃশ্য দেখে নিজেকে উদ্বুদ্ধ করেন আর্চার, এমন কথাও বলেন স্টোকস। তিনি বলেন, ''গাঙ্গুলি জামা ওড়াচ্ছে লর্ডসে। আর্চার সেই দৃশ্য দেখেছে হাইলাইটসে। ও ভেবেছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল বোধহয়। কিন্তু আমি ওর ভুল ধরিয়ে দিই। এই লর্ডসেই আমরা বিশ্বকাপ ফাইনাল জিতেছিলাম।''
সৌরভকে জামা ওড়াতে দেখেই কি প্রতিশোধস্পৃহা জন্ম নিয়েছিল আর্চারের মনে? স্টোকস ভাঙেননি সেই প্রসঙ্গ। লর্ডস টেস্ট এখন অতীত। সৌরভের জামা ওড়ানোর ছবি এখনও অনেক ক্রিকেটপ্রেমীকে নস্ট্যালজিক করে তোলে। বেন স্টোকস-সহ গোটা ইংল্যান্ড সামনের দিকেই তাকাচ্ছে। আর্চারের পাখির চোখ ভারতের বিরুদ্ধে বাকি দুটি টেস্ট ম্যাচ।
ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি দুটো টেস্ট ম্যাচ খেলতে তিনি মুখিয়ে রয়েছেন। এমনকী এখন থেকেই আর্চার অ্যাশেজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। আর্চারকে বলতে শোনা গিয়েছে, ''আমাকে সুযোগ দেওয়া হলে, ভারতের বিরুদ্ধে বাকি দু'টি টেস্টেও খেলব আমি। এই সিরিজে খেলার সুযোগ হারাতে চাই না। অ্যাশেজেও খেলতে চাই আমি। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার জন্য সব চেষ্টা করব।'' আগামী নভেম্বরে শুরু হবে অ্যাশেজ। প্রথম টেস্ট পারথে।
আরও পড়ুন: ২৭ রানে অলআউট, ক্যারিবিয়ান ক্রিকেটের গরিমা ফেরাতে এই প্রাক্তনীদের দ্বারস্থ হলেন বোর্ড কর্তারা
