আজকাল ওয়েবডেস্ক: গত বছর টেস্ট ফরম্যাট থেকে  বিদায় নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তিনি ফের মাঠে ফিরতে পারেন। সেই সম্ভাবনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী, ল্যাঙ্কাশায়ারের সঙ্গে আগামী মরশুমের চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে  অ্যান্ডারসনের সঙ্গে। 

ডিভিশন টু কাউন্টি চ্যাম্পিয়নশিপ তো বটেই, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিও নাকি খেলবেন অ্যান্ডারসন। এমনটাই শোনা যাচ্ছে। ল্যাঙ্কাশায়ারের হয়েই কেরিয়ারে শেষ ৫০  ওভারের ম্যাচটি খেলেছিলেন অ্যান্ডারসন। 

টেস্টে ২১ বছরের কেরিয়ারে ৭০৪টি উইকেটের মালিক অ্যান্ডারসন। এরপর পেশাদার ক্রিকেটে আর মাঠে নামেননি তিনি।

তবে ক্রিকেটার জীবন যে এখনই শেষ করতে চাইছেন না অ্যান্ডারসন তা পরিষ্কার। আইপিএলের মেগা নিলামে নাম দিলেও, তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউই। 

ইংল্যান্ড টেস্ট দলের পেস বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। ফিটনেস ধরে রেখেছেন অ্যান্ডারসন। নেটে নিয়মিত বোলিং করছেন। সেই সঙ্গে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচদের সঙ্গেও কাজ করেছেন অ্যান্ডারসন। 

খবর অনুযায়ী, এক মরশুম ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে চান অ্যান্ডারসন। প্রায় দুই যুগ আগে তার সঙ্গে প্রথম চুক্তি করেছিল এই কাউন্টি ক্লাব। ২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের।

চুক্তি হলে ২০২৫ মরশুমের শুরু থেকে অ্যান্ডারসনকে পেতে পারে ল্যাঙ্কাশায়ার। মরশুমের প্রথম ম্যাচে মিডলসেক্সের মুখোমুখি হবে তারা।