আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা। বিশ্বরেকর্ড গড়লেন অলি পোপ। এমনই এক রেকর্ড যা কিনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটল। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি এমনকি ডন ব্র্যাডম্যানেরও এমন রেকর্ড নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়কের ভূমিকা পালন করছেন পোপ।

 

 

গত চার ইনিংসে মাত্র ৩০ রান এসেছিল অলি পোপের ব্যাট থেকে। তবে, ওভালে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে শতরান করে নিজের জাত চেনালেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি ছিল পোপের সপ্তম সেঞ্চুরি। মজার ব্যাপার হল, তার প্রথম সাতটি সেঞ্চুরির প্রতিটিই এসেছে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে যা কিনা প্রথম ঘটল।তিন ম্যাচের এই সিরিজে ইতিমধ্যেই ২-০ তে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় এবং সিরিজের শেষ টেস্টে ওভালে টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। 

 

 

তবে প্রথমে বল করেও ওভালের মেঘাচ্ছন্ন পরিবেশ এবং সবুজ পিচের সুবিধা নিতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের বোলাররা। অলি পোপের শতরানে সুবিধাজনক জায়গায় রয়েছে ইংল্যান্ড। ২৬ বছর বয়সী পোপ লাহিরু কুমারার বলে ছয় মারলেও টপ-এজ লেগে বল হাওয়ায় ছিল। সেখানে সৌভাগ্যবান থাকলেও ঝকঝকে ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। শতরান পূর্ণ হওয়ার আগে আসিথা ফার্নান্দোকে স্টাইলিশ স্কোয়ার ড্রাইভে চার মেরে সেঞ্চুরি করেন তিনি। শতরানে ১৩টা চারের পাশাপাশি ছিল দুটি বিশাল ছক্কা। উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে নিজের ৪৯তম ম্যাচ খেলে সাতটি আলাদা আলাদা দলের বিপক্ষে নিজের প্রথম সাতটি টেস্ট সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হয়ে উঠলেন পোপ।