আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে দরাজ সার্টিফিকেট দিলেন মার্ক উড। ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে বল করা যে চ্যালেঞ্জিং, সেটা গোপন করলেন না। তিনি দাবি করেন, পন্থের বিরুদ্ধে বল করার সময় খুবই সতর্ক থাকতে হয় বোলারদের। কোনও ভুল করার জায়গা থাকে না। বড় শট মারার জন্য পরিচিত ভারতীয় তারকা। বিপক্ষের সেরা বোলারদেরও তুলোধোনা করতে পারেন। যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কোনও বোলারকেই রেয়াত করেন না। তাই পন্থের বিরুদ্ধে বল করা কঠিন। ভারতীয় তারকার বিরুদ্ধে সাফল্য পাওয়ার চাবিকাঠি ধৈর্য এবং কন্ট্রোল। মার্ক উড বলেন, 'স্নায়ু ধরে রাখতে হয়। আমি সেই টুকুই বলতে চাই। কারণ ওর বিরুদ্ধে বল করা সহজ নয়। কখন কী শট খেলবে বোঝা যায় না। যেকোনো কঠিন বলকেও বাউন্ডারির বাইরে পাঠাতে পারে। ও যেখানে খুশি বল মারতে পারে। একই ধরনের বল করলে শাস্তি পেতেই হবে। তাই স্নায়ু ধরে রেখে, মাঝেমধ্যে অন্য ধরনের বল করতে হবে। সেটা স্লোয়ার হতে পারে। হাই বাউন্সার বা আরও আলাদা কিছু হতে পারে।' 

হাঁটুর চোটে ছয় মাস মাঠের বাইরে উড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট পান। এক বছরের বেশি কোনও টেস্ট খেলেননি। তবে অ্যাশেজের দলে সুযোগ পেতে পারেন। ঋষভ পন্থ ছাড়া আরও একজন ব্যাটারের নাম উল্লেখ করেন ইংল্যান্ডের তারকা বোলার। তিনি রোহিত শর্মা। জানান, ভারত অধিনায়ককে বল করতে সমস্যায় পড়তেন তিনি। মার্ক উড বলেন, 'রোহিত শর্মাকে বল করা কঠিন। আমার মনে হত শর্ট বলে ওকে আউট করতে পারব। তবে নিজের দিনে মেরে তক্তা করে দিত। তাই ওকে বল করা কঠিন ছিল। আমার সবসময় মনে হত, ওর ব্যাট খুব বড়। দিনে দিনে তার দৈর্ঘ্য আরও বাড়ত।' 

পন্থ এবং রোহিতের থেকে বিরাট কোহলিকে পিছিয়ে রাখলেন ইংল্যান্ডের তারকা বোলার। কোহলির কমজোরী দিক বাতলে দেন। উড বলেন, 'কোহলি অবিশ্বাস্য প্রতিযোগী। তবে চতুর্থ এবং পঞ্চম স্ট্যাম্পে কমজোরী। যখনই ওখানে বল করেছি, ফল পেয়েছি।' প্রসঙ্গত, ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন দুই তারকা।