আজকাল ওয়েবডেস্ক: বল করতে কাকে ভয় পান? প্রশ্নটা করা হয়েছিল ইংল্যান্ডের পেসার মার্ক উডকে। কেরিয়ারের বিভিন্ন সময়ে রোহিতের মুখোমুখি  হয়েছিলেন উড। স্মৃতিরোমন্থন করে তিনি বলেন, রোহিতকে বিভিন্ন সময়ে শর্ট ডেলিভারি দিয়ে বিপদে ফেলার চেষ্টা করেছেন। কিন্তু হিটম্যান তাঁকে মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেছেন। 
 তিনি মনে করেন রোহিতের ব্যাট নাকি বড়। এবং তার সুবিধা নেন হিটম্যান। 

উডের বিরুদ্ধে রোহিত ৯টি ওয়ানডে খেলেন। ১১৩ রান করেন হিটম্যান। গড় প্রায় ৫৬.৫০। মাত্র দু'বার উডের বলে আউট হন রোহিত। টেস্টের ক্ষেত্রে চারটি ম্যাচে ৯২ রান করেন রোহিত। গড় প্রায় ৪৬। 

আরও পড়ুন: রূপকথা লিখে ভারতকে গাব্বায় জিতিয়েছিলেন পন্থ, অজি প্রাক্তনের কাছে গুরুত্বই নেই সেই ইনিংসের ...

উডকে বলতে শোনা গিয়েছে, ''আমার কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে, আমি রোহিত শর্মার মুখোমুখি হয়েছিলাম। আমি বলব রোহিতকে বলা করা কঠিন। কারণ শর্ট বল করে রোহিতকে আউট করার চেষ্টা করেছি। কিন্তু নিজের দিনে রোহিত যত্রতত্র ফেলবে বোলারকে। আমার সবসময় মনে হত রোহিতের ব্যাট বড়, সময় যত এগোয় তা শুধু চওড়া হতে থাকে।'' 

এদিকে আইপিএল চলাকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজের ঠিক আগেই বিরাট ও রোহিতের টেস্ট অবসর শোরগোল ফেলে দিয়েছিল।


সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রোহিত নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই একাধিক জল্পনা ছড়ায়। অনেকেই বলতে থাকেন, রোহিতকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। যার পিছনে রয়েছে হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার। কিন্তু আসল সত্যিটা কী?‌ অবসরের প্রায় তিন মাস পর খোলসা করলেন রোহিত নিজেই।

একটি অনুষ্ঠানে হাজির হয়ে রোহিত সরাসরি অবসরের কারণ জানাননি ঠিকই। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তাঁর শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন। রোহিতের কথায়, ''টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিক ভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।'' 

রোহিত এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন। বলে দিয়েছেন, ‘‌'আমরা মুম্বইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু’–তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনও অসুবিধা হয়নি।’‌' 

রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটাররা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। ধীরে ধীরে তাঁরা বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের কথায়, ''আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তার পর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কী ভাবে সঠিক প্রস্তুতি দরকার।''

আরও পড়ুন: এশিয়া কাপের আগেই নেতিবাচক মন্তব্য তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের, টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ভারতের কোনও সম্ভাবনাই নেই'