আজকাল ওয়েবডেস্ক:বয়স কেবল সংখ্যামাত্র। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এখনও বলকে কথা বলাচ্ছেন। 

৬০০-র বেশি ম্যাচ খেলে ফেলার পরে অ্যান্ডারসন এবার বাঁধবেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড। 

এতদিনে তাঁর পেশাদার কেরিয়ার ২৫ বছর পেরিয়ে গিয়েছে। ৬০০-র বেশি ম্যাচ খেলে ফেলেছেন। দেড় হাজারের বেশি উইকেট তাঁর ঝুলিতে। 

এতটা পথ অতিক্রম করার পরে অ্যান্ডারসন পাচ্ছেন নতুন এক স্বাদ। পেশাদার ক্রিকেটে প্রথমবার কোনও দলকে নেতৃত্ব দেবেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের পরবর্তী দুই ম্যাচে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন থাকবে। 

ল্যাঙ্কাশায়ার অধিনায়ক মার্কাস হ্যারিস প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেই কারণে দলকে নেতৃত্ব দেবেন ৪২-এর অ্যান্ডারসন। আগামী মাসেই ৪৩ বছরে পা দেবেন তিনি। 

রবিবার কেন্টের মুখোমুখি হবে ল্যাঙ্কাশায়ার। ২৯ জুন থেকে নামবে ডার্বিশায়ারের বিরুদ্ধে। অ্যান্ডারসনকে অধিনায়ক হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ল্যাঙ্কাশায়ারের অন্তর্বর্তীকালীন কোচ স্টিভেন ক্রফটও।

৭০৪ উইকেট নিয়ে টেস্টকে বিদায় জানান তিনি। সবাই ধরেই নিয়েছিলেন অ্যান্ডারসনের কেরিয়ার শেষ। কিন্তু শেষ বললেই কি শেষ হয়! 

জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন চুক্তি করে আবার ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। এবার অধিনায়ক হলেন।