আজকাল ওয়েবডেস্ক:‌ একদিনের ক্রিকেটকে শেষ করে দিচ্ছে আইসিসি। এমনই বিস্ফোরক দাবি করলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মঈন আলি। তাঁর অভিযোগ, একদিনের ক্রিকেটে দু’‌প্রান্ত থেকে নতুন দুটি বল ব্যবহার থেকে শুরু করে ফিল্ডিংয়ের একাধিক নিয়ম বোলারদের শেষ করে দিয়েছে। একদিনের ক্রিকেটে বোলারদের জন্য কোনও সুবিধাই নেই।


মঈনের কথায়, ‘‌বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিলে একদিনের ক্রিকেট প্রায় মৃত। এর পিছনে একাধিক কারণ রয়েছে।’‌ ব্যাটারদের সুবিধার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘‌নিয়মগুলো এখন ভয়ঙ্কর। প্রথম পাওয়ার প্লে’‌র পর অতিরিক্ত ফিল্ডার রাখার ফলে উইকেট নেওয়া সমস্যার হয়ে যাচ্ছে। ব্যাটারদের উপর চাপই তৈরি হচ্ছে না। বেশিরভাগ ব্যাটারের গড় এখন ৬০–৭০। তার কারণ এটাই। যখনই কোনও বোলার একটু চাপ তৈরির চেষ্টা করছে। তো ব্যাটার রিভার্স সুইপ মারছে। আর চার হয়ে যাচ্ছে। কারণ বেশি ফিল্ডার বাউন্ডারি লাইনে রাখা যাবে না। ফলে ব্যাটারদের উপর থেকে চাপ কমে যাচ্ছে।’‌ 


দু’‌প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহারের ফলে রিভার্স সুইং প্রায় হচ্ছেই না। তবে মঈন আলি স্বীকার করেছে, এই নিয়ম পরিবর্তনের পরেই ইংল্যান্ড ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। তাঁর কথায়, ‘‌রিভার্স সুইং নেই। ব্যাটারদের পুরনো বলে খেলার চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। ৫০ ওভারের ক্রিকেট এই কারণেই মৃত।’‌ 


পাশাপাশি তিনি এটাও বলেছেন, ফ্রাঞ্জাইজি লিগে এখন অনেক টাকা। তাই অনেক ক্রিকেটারই অবসর নিয়ে ফ্রাঞ্চাইজি লিগে খেলা বেড়াচ্ছে। এটা আগামীদিনে আরও বাড়বে।