আজকাল ওয়েবডেস্ক: শক্তিশালী ইংল‍্যান্ডের বিরুদ্ধে ন্যূনতম ড়াই তুলে ধরতে পারল না সার্বিয়ানোভাক জকোভিচের দেশকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট জোগাড় করার দিকে আরও একধাপ এগোল ইংল্যান্ড।

সার্বিয়া ঘরের মাঠে তাদের ৫-০ গোলে ধ্বংস করেছে ইংল‍্যান্ডতাদের হয়ে গোল করেছেন,‍্যারি কেন, ননি মাদুয়েক, এজরি কোনসা, মার্ক গেয়ির‍্যাশফোর্ডএই জয়ের ফলে পাঁচ ম‍্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১৫। সম সংখ্যক ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে দু' নম্বরে লবেনিয়া।

এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচই এখন ইতালির কাছে ডু অর ডাই। এই প্রেক্ষিতে ইজরায়েলের বিরুদ্ধে আজুরিরা জিতেছে ৫-৪ গোলে। ৯ গোলের থ্রিলারে শেষমেশ জয় পেল ইতালি।

আরও পড়ুন: বিতর্ক এড়াতেই সূর্য ও আঘাকে দূরত্ব বজায় রেখে বসার নির্দেশ?‌ সত্যিটা এল প্রকাশ্যে...

১৬ মিনিটে ইতালির মাঝমাঠের খেলোয়াড় ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইজরায়েল। ৪০ মিনিটে সমতা ফেরান ইতালির ময়জে কিন। ৫২ মিনিটে আবার এগিয়ে যায় ইজরায়েল। মিনিট দুয়েকের মধ্যেই ২-২ করে ফেলে ইতালি। ৫৮ মিনিটে ইতালি এগিয়ে যায় ৩-২ গোলে। ৮১ ইতালি ৪২ করে ফেলে। সবাই যখন ধরেই নিয়েছে ইতালি খুব সহজেই ম্যাচটা জিততে চলেছে, তখনই পরিবর্তন খেলায়। ৮৭ মিনিটে ইতালির আলেসান্দ্রো বাস্তোনি আত্মঘাতী গোল করে বসেন। তার ঠিক মিনিট দুয়েকের মধ্যেই ফের ইজরায়েলের গোল। ৪-২ থেকে ম্যাচ হয়ে যায় ৪-৪। অ্যাডেড টাইমে ইতালির মিডফিল্ডার সান্দ্রো তোনালি৪ করেন। তার পরে কোনও দলই আর গোল করতে পারেনি।

 টানা তিন ম্যাচে হারের পরে অবশেষে জার্মানির জয়বিশ্বকাপ বাছাই পর্বে জার্মানি জয় পাওয়ায় স্বস্তি ফিরে পেল। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল জার্মানি। সেই জার্মানিই উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গলায় চেপে বসা ফাঁসটা আলগা করে নিলস্লোভাকিয়ার কাছে পরাজয়ের আগে অবশ্য নেশনস লিগে ফ্রান্স ও পর্তুগালের কাছেও হারতে হয়েছিল জার্মানিকে।

কোলনে ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রথম একাদশে পাঁচ-পাঁচটি পরিবর্তন আনেন জার্মান কোচ নাগলসমান। খেলার সাত মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোলটি করেন সের্হে নাব্রিবেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি জার্মানি। ৩৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান উত্তর আয়ারল্যান্ডের ইসাক প্রাইস। বিরতির পর খেলার ছবি বদলে যায়। ৬৯ মিনিটে নাদিয়েম আমিরি এবং ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের গোল জার্মানিকে এনে দেয় কাঙ্খিত জয়

জার্মানি জিতে স্বস্তি ফিরে পেল। সেই রাতে স্পেনের গোল বন্যায় ভেসে গেল তুরস্কপ্রথম ম্যাচে বুলগেরিয়াকে ০-৩ গোল হারিয়েছিল বুল ফাইটিংয়ের দেশতুরস্ক হজম করল হাফ ডজন গোল। স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো।

আরও পড়ুন: বার্সেলোনার নির্বাচনে মেসি, মাঠের মতোই ফলাফল গড়ে দিতে পারেন ভোট-যুদ্ধে